একই বিমানের চালকের আসনে মা-মেয়ে

যুক্তরাষ্ট্রে ডেল্টা এয়ারলাইনসের একটি বিমানের চালকের আসনে পাইলট এবং কো-পাইলট হিসেবে মা মেয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে।

মঙ্গলবার ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই মা মেয়ের জুটিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। এরপর থেকেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে প্রশংসার জোয়ারে ভাসছে।

ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক টুইট বার্তায় লিখেন, ফ্যামিলি ফ্লাইট ক্রু গোলস!

কর্তৃপক্ষ জানায়, এই মা ও মেয়ে জুটি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে জর্জিয়ার আটলান্টা পর্যন্ত এই বিমানটি চালিয়ে এনেছেন।

পরে অনুপ্রেরণামূলক গল্পটি টুইটারে শেয়ার করেন ডেল্টা এয়ারলাইন্সের পাইলট এবং এম্ব্রি-রিডল অ্যারোনটিকাল ইউনিভার্সিটির চ্যান্সেলর জন আর ওয়াট্রেট। তিনি ছবিটির ক্যাপশনে লিখেন, ’অসাধারণ এক অভিজ্ঞতা’।

এই টুইটটি প্রায় ৪১ হাজার মানুষ পছন্দ করেছেন এবং ১৬ হাজারের বেশি রিটুইট হয়েছে। তবে একই পরিবারের সদস্যদের সহ-পাইলট হওয়া নিয়ে অনেক মানুষ ছবিটির সমালোচনাও করেছেন।

এটি কমবয়সী মহিলাদের জন্য অনুপ্রেরণীয়। এটি নিশ্চিতভাবেই বিশ্বের সব মহিলা পাইলটদের জন্যও অনুপ্রেরণামূলক বলে মনে করছেন জন আর ওয়াট্রেট।

 

টাইমস/এএস

Share this news on:

সর্বশেষ