রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকা সত্ত্বেও কেন তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। এমনটা মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ল রিপোর্টাস ফোরাম (এলআরএফ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপির শাসনামলে যখন বিভিন্ন উপনির্বাচনে কারচুপি হয়, তখন তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট তৈরি হয়। হাইকোর্টে যখন এটাকে চ্যালেঞ্জ করা হয়, তখন সেখান থেকে রায় দেওয়া হয় যে এটা সংবিধান সম্মত নয়। মামলাটি আপিল বিভাগে যাওয়ার পর সেখানেও একই রায় হয়। অর্থাৎ, সর্বোচ্চ আদালত কর্তৃক তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সুতরাং এমন সরকার গঠনের চিন্তা আওয়ামী লীগের নেই।
ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠানে আইন সচিব গোলাম সারোয়ার ও যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ফোরামের সাবেক সভাপতি এম বদিউজ জামান ও ওয়াকিল আহমেদ হিরণ, সহসভাপতি দিদারুল আলম দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।