বছর কয়েক আগেও বিক্রি করতেন চটপটি কিন্তু দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে বাধ্য হয়েই ব্যবসার ধরন পাল্টেছেন উদ্যোগক্তা হাসান আলী
রংপুর নগরীর সুরভি উদ্যানের সামনে শিশুদের বিভিন্ন খেলনার পসরা সাজিয়ে বসেছেন তিনি, যা আয় হয় সেটা দিয়েই চলে সাত সদস্যের সংসার।
হাসান আলী জানান কারো কাছে হাত পেতে খাওয়ার থেকে ব্যবসা করা সম্মানের ।
বিভিন্ন ধরনের বেলুন,ফোয়ারা,স্পাইডার, ব্যাট ম্যান মাস্ক আছে এই ছোট্ট দোকানে।শিশুদের আকৃষ্ট করতে মাঝে মাঝে আকাশের দিকে ছোড়েন বিশেষ পানির তৈরী বুদ বুদ।
সকাল ৮টায় এসে খেলনার দোকান খুলে সন্ধ্যা পর্যন্ত চলে তার ব্যবসা। বেচা-বিক্রি ভালো থাকলে ৬ থেকে ৮শ টাকা আয় হয় তার।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এগিয়ে যেতে চান এই উদ্যোক্তা।
ভূমিহীন হাসান আলীর শেষ স্বপ্ন পরিবারের জন্য একটি মাথা গোজার ঠাই তৈরী করা।সরকারের সুনজরের অপেক্ষায় দিন গুনছেন তিনি।