হাইতিতে রাজনৈতিক অস্থিরতায় নিহত ১১

আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। দেশটির অধিবাসীরা এখনও প্রলয়ঙ্করী ভূমিকম্প ও কলেরার প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে পারেনি। আর এর মধ্যেই রাজনৈতিক অস্থিরতায় প্রাণ হারালেন ২১ জন।

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজের পদত্যাগের দাবিতে সপ্তাহজুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভে বিরোধীদলের ১১ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।

বুধবার রাতে জোভেনেল মোইজে টেলিভিশনে এক ভাষণে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, মোইজে ২০১৭ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share this news on: