পাঁচ দিনের রিমান্ড শেষে নিপুণ রায় কারাগারে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে নিপুণকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ।

ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১৫ নভেম্বর রাতে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে আটক করে পুলিশ। নিপুণ রায়কে পল্টন থানার নাশকতার তিন মামলায় গ্রেফতার দেখানো হয়।

নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

Share this news on: