রোগীবাহী এম্বুলেন্সে করে গাঁজা পরিবহন করছে একটি চক্র এমন তথ্যের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা পুলিশ ১৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ জানায়,কালিয়াকৈর পৌরসভা,গাজীপুর লেখা একটি এম্বুলেন্সে লাশ বা রোগী পরিবহনের আড়ালে বিভিন্ন মাদক পরিবহন করে আসছিলো একটি চক্র এমন তথ্যেরর ভিত্তিতে রংপুরের বুড়িরহাটের উত্তর কোবারু গ্রামে রাত তিনটায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মানিকগঞ্জের দেড়গ্রামের বাদশা মিয়ার ছেলে সানোয়ার হোসেন সানি (৩৫) আরেকজন পাবনার সাথিয়া থানার গোপালপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রাকিব শেখ (২১)।
পুলিশ আরো জানায়,মোতাহার হোসেন নামে এক আসামী এময় কৌশলে পালিয়ে যায়।পলাতক এই আসামীর সহোযোগিতায় তারা লাশ পরিবহনের আড়ালে এসব ব্যবসা করে আসছিলো।পলাতক আসামীকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।
এবিষয়ে পশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।