ড্যাফোডিলে অনুষ্ঠিত হবে ৮ম সিজেন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগ এবং ডয়চে ভেলে(ডি ডব্লিউ) এর যৌথ উদ্যোগে আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে অষ্টম সিজেন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে।

সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ২৮ ও ২৯ অক্টোবর এই দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘বাংলাদেশের স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমের জন্য টেকসই অর্থনৈতিক ভিত নিশ্চিত করা’। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিশেষজ্ঞ, আঞ্চলিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষকেরা সমবেত হবেন। সম্মেলনের মূল উদ্দেশ্য যোগাযোগ ও সাংবাদিকতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একত্রিত করা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জার্মান ফেডারেল মিনিস্ট্রি অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধি উতে একার্টজ এবং সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. লুৎফর রহমান। ডিডব্লিউ একাডেমির পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ক প্রকল্প পরিচালক প্রিয়া এসেলবর্ন উক্ত সম্মেলনে বক্তব্য রাখবেন।এছাড়াও সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ।

"স্থানীয় এবং আঞ্চলিক মিডিয়ার দৃশ্যপট বোঝা” “বাংলাদেশী আঞ্চলিক গণমাধ্যমের জন্য উদ্ভাবনী জীবিকার মানদণ্ড অন্বেষণ” এবং "গুণমান সাংবাদিকতা ও রাজস্ব: সাংবাদিকতা শিক্ষা এবং পেশাদারিত্বে ভবিষ্যতের সাংবাদিকদের জড়িত করা" শীর্ষক দুটি পূর্ণাঙ্গ অধিবেশনসহ অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে যার মাধ্যমে দু'দিনের অধিবেশনে আলোচিত বিষয়গুলির সমাধান বের করার চেষ্টা করা হবে। এছাড়াও, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গল্প বলার কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

সম্মেলনের সমাপনী অধিবেশনে "ডিআইইউ ২০২৩ ঘোষণা: একটি টেকসই ভবিষ্যতের জন্য স্থানীয় এবং আঞ্চলিক মিডিয়ার অগ্রগতি" শীর্ষক একটি খসড়া নীতিমালা উপস্থাপন করা হবে। সম্মেলনে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন প্রতিনিধি যোগদান করবেন।

Share this news on:

সর্বশেষ

img
সংসদ অধিবেশন শুরু হচ্ছে কাল May 01, 2024
img
শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর May 01, 2024
img
ছয় অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা আফগানিস্তানের May 01, 2024
img
টানা তাপপ্রবাহ: অবশেষে ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস May 01, 2024
img
যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছি: প্রধানমন্ত্রী May 01, 2024
img
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা May 01, 2024
img
ইসরায়েল বিরোধী বিক্ষোভ: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গ্রেপ্তার অভিযান May 01, 2024
img
রাফাহতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ চায় জাতিসংঘ May 01, 2024
img
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু May 01, 2024
img
অভিজ্ঞ ব্যাটারকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার May 01, 2024