মা-বাবার কবরের পাশে শায়িত বিএনপি নেতা আবু বকর

কেশবপুরে পারিবারিক কবরস্থানে শুক্রবার বিকেলে যশোর-৬ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নিহত ইউপি চেয়ারম্যান আবু বকর আবুর লাশ দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে দুপুরে কেশবপুরের বাগদহ গ্রামে তার লাশ পৌঁছায়। সেখান থেকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় মজিদপুর ইউনিয়ন পরিষদে। এরপর নেয়া হয় নিজ বাড়িতে।

কেশবপুর শহরে পাবলিক ময়দানে বিকাল সাড়ে ৩টায় হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাগদহ গ্রামে মাদ্রাসা মাঠে দ্বিতীয়বার জানাজা শেষে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

রাজধানীর পল্টন থেকে নিখোঁজ যশোরের বিএনপি নেতা আবু বকর আবুর লাশ মিলেছে বুড়িগঙ্গায়। আসন্ন নির্বাচন উপলক্ষে পাঁচদিন আগে দলের মনোনয়নের জন্য ঢাকায় এসেছিলেন তিনি।

বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান গণমাধ্যমকে আবু বকর আবুর লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। বুধবার রাতে তার স্বজনরা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি শনাক্ত করেন বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার বিকালে বুড়িগঙ্গা নদীর ফরিদাবাদ ডকইয়ার্ড বরাবর নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

আবু বকর আবু যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

নির্বাচন কমিশনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গ্রেফতার পাঁচ নেতার যে তালিকা দেয়া হয়েছিল, সেখানেও আবু বকর আবুর নাম রয়েছে।

Share this news on: