বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সাইফুল ইসলাম (৪) এছাড়া সিএসজি ড্রাইভার নাসিম হোসেন (৩০)। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।