বন্যার কারণে শাক-সবজি-ডিমের চাহিদা ও যোগানে সমস্যা হয়েছে : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পরপরই দেশ দু'দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ে। কৃষি ও পোল্ট্রি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে শাক-সবজি ও ডিমের চাহিদা ও যোগানে সমস্যা হয়েছে। আমরা এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এসব কথা বলেন উপদেষ্টা।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘করপোরেট ব্যবস্থাপনা থেকে বের হয়ে বাজার ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

দেশের তৈরি পোশাকশিল্প কারখানায় শৃঙ্খলা ফিরে এসেছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে হবে।’

Share this news on: