রাজধানীর শাহবাগসহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন বিভিন্ন বয়সী কিছু অচেনা নারী-পুরুষ। রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাত থেকেই তাদের রাজধানীতে জড়ো হতে দেখা গেছে। ঋণ দেয়ার কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, বাস-মাইক্রোবাসযোগে বাইরে থেকে শত শত মানুষকে ঢাকায় আনা হয়েছে। তারা বিচ্ছিন্নভাবে শাহবাগসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এমনকি সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত একাধিক বাসে করে এমন অচেনা নারী-পুরুষকে শাহবাগের উদ্দেশে আসতে দেখা গেছে।
মধ্যবয়সী এসব নারী-পুরুষদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কেউ কেউ রোববার রাত থেকেই ঢাকায় অবস্থান করছেন। বিনা সুদে ১ লাখ টাকা করে ঋণ দেয়া হবে এমন আশ্বাস দিয়ে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় এনেছেন। তবে ঢাকায় এসে পরিচিত ওইসব মানুষদের খোঁজ মিলছে না।
মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসা এসব মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বপরিচিত ব্যক্তিরা ঋণ দেয়ার নামে তাদের ঢাকায় আনলেও কাকে কী পরিমাণ ঋণ দেয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি। তবে তাদের প্রত্যেককে একটি করে ফরম পূরণের পর ঢাকায় আনা হয়েছে।
এছাড়া ঋণ পেতে সবাইকে দেয়া হয়েছে একটি টোকেন। কাগজের ওই টোকেনে লিখা রয়েছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’। কোনো আন্দোলন বা কর্মসূচির নামে তাদের ঢাকায় আনা হয়েছে কিনা এমন প্রশ্নেও সঠিক কোনো জবাব দিতে পারেননি ঢাকায় আসা এসব মানুষ।
যদিও ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নেয়া এসব মানুষদের বাড়ি ফিরে যেতে বলছে পুলিশ। সেই সঙ্গে এমন অদ্ভুত ঘটনার পেছনে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকেও।