'হলুদ হিমু ও কালো র্যাব' প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ র্যাবের কালো পোশাক নিয়ে লেখা একটি উপন্যাস। যে নামটি সম্প্রতি সামনে উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হুমায়ুন আহম্মেদের জনপ্রিয় এই উপন্যাস এখন রীতিমত মশকরার খোরাক।
সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তী সরকার নিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন রংয়ে পুলিশ, র্যাব ও আনসারকে জনসম্মুখে আনতে চায় সরকার। মুলত এই ঘটনাকে কেন্দ্র করেই হুমায়ুন আহমেদের উপন্যাসটিকে টেনে আনছেন নেটিজেনরা।
এই তিন বাহিনীর নতুন পোশাক পরিহিত ছবি সামনে আসতে না আসতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। নতুন পোশাকের রঙ্গে নাখোশ নেটিজেনদের বড় একটি অংশ। এমনকি নিজের প্রতিকৃয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। পুলিশের বর্তমান পোশাক নিয়ে নিজের আতঙ্কের কথা জানিয়ে, গোলাপি রংয়ের পোশাকের ব্যাপারে জানিয়েছেন নিজের মতামত।
তবে, সরকারের এমন সিদ্ধান্তের আদৌ দরকার ছিল কিনা তা নিয়ে প্রশ্নও তুলছেন কেউ কেউ। এছাড়া শুধু মাত্র পোশাক পরিবর্তন করলে পুলিশের আদর্শ বা আচরনে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্নও।
গৃহীত এই তিনটি পোশাকের মধ্যে সবচেয়ে বেশি হাস্যরস তৈরি হয়েছে র্যাবের পোশাক নিয়ে। রং পাল্টে এই তিনটি বাহিনীকে মূলত শাস্তি দেয়া হয়েছে বলেও মনে করেছেন কেউ কেউ। তবে, এটি নিয়ে অনেককেই অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে।
তবে, পোশাক বদলে নতুন করে তিনটি বাহিনীর পোশাক তৈরি করতে গেলে রাষ্ট্রের খরচ কিছুটা বাড়বে বলে মত দিয়েছেন পুলিশের সাবেক আইজি নুরুল হুদা। পাশাপাশি, এই মুহূর্তে এমন পরিবর্তন ঠিক কতখানি প্রয়োজন ছিল সেই প্রশ্নও রেখেছেন তিনি।
টিএ/