বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইদানীং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে, বিএনপি নাকি এক-এগারো আনার পাঁয়তারা করছে। তাদের বলছি, এক-এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। শুক্রবার (২৪ জানুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ভারতের দালাল আওয়ামী লীগের সিল মারার কথা চিন্তা করবেন না। দেশের অতন্দ্র প্রহরী বিএনপি। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করছেন যারা, তাদের পরিণতি ভালো হবে না।
বিএনপির এই নেতা বলেন, এক-এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। সেই সময় খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিএনপি কারো বক্তব্যের দায়িত্ব গ্রহণ করে না।
দেশকে বিভাজন না করতে বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন, নতুন দল গঠনে বিএনপি হিংসা করছে যারা বলে তারা জাতির শত্রু।
মির্জা আব্বাস বলেন, ১৭ বছরে বিএনপির কোনো অবদান নেই? একটি দল ক্ষমতায় যাবার জন্য পাগল হয়ে গেছে, ভাজা মাছটি উল্টে খেতে জানে না।