বিপিএলে অভিষেক ম্যাচেই নজর কাড়লেন পাকিস্তানি পেসার

এলাম, দেখলাম, জয় করলাম। এই কথাটাই যেন সত্যি করলেন মোহাম্মদ আলী। বিপিএল অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন ফরচুন বরিশালের এই পাকিস্তানি পেসার। ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার এক ওভারে ৪ উইকেট নিয়ে বিপিএলে প্রথমবারের মতো এমন কীর্তি গড়েন।

৩ ফেব্রুয়ারি রাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে একের পর এক চমক দেখান আলী। স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করে ৪ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। বিপিএলে এর আগে এক ওভারে ৪ উইকেট নেওয়ার নজির ছিল না কারও।

চিটাগংয়ের ইনিংসের ১৯তম ওভারে বল করতে এসে প্রথম বলেই বোল্ড করেন সৈয়দ খালেদ আহমেদকে। এরপর শামীম হোসেনের ৪৭ বলে ৭৯ রানের প্রতিরোধ ভেঙে দেন ইবাদত হোসেনের হাতে ক্যাচ দিয়ে। শেষ দুই বলে আরাফাত সানি ও আলিস আল ইসলামকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন এই পেসার।

এর আগে নিজের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে আউট করেন আলী। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৩১ ম্যাচের ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট শিকার। এর আগে তার সেরা বোলিং ছিল ১৩ রানে ৪ উইকেট।

আলীর দুর্দান্ত পারফরম্যান্সে চিটাগং কিংস ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানে থেমে যায়। শেষ দুই ওভারে মাত্র ৬ রান যোগ করতে পারে তারা।

এই ম্যাচে জয়ের পর সরাসরি ফাইনাল খেলবে ফরচুন বরিশাল। অন্যদিকে পরাজিত দল চিটাগাং কিংস, দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে ফাইনালের আরেকটি সুযোগ পাওয়ার জন্য।

টিএ/

Share this news on: