শস্যচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে আবু সাঈদের প্রতিকৃতি

গাজীপুরের শ্রীপুরে শস্যচিত্রে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন এক কৃষক। উপজেলার বেকাসাহারা গ্রামের কৃষক এনামুল এক বিঘা জমিতে শস্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে প্রায় এক মাস আগে ধানের চারা রোপণ করেন। সেই চারাগুলোতে এখন আবু সাঈদের সবচেয়ে বড় প্রতিকৃতি দেখা যাচ্ছে।

সবুজ রঙের ধান গাছ দিয়ে তৈরি করা হয়েছে তার প্রতিকৃতি। হাত ও পা তৈরি করা হয়েছে সবুজ রঙের ধান গাছ লাগিয়ে। সড়ক থেকে বিস্তীর্ণ মাঠে তাকালে চোখ জুড়িয়ে যায়। সবুজ ধানি জমিতে যেন এক জীবন্ত মানুষ। সড়কে যেতে যেতে বিস্তীর্ণ সবুজ মাঠে এ চিত্র দেখে অনেকে থমকে যান। কেউ কেউ সড়কে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে মন দিয়ে সেই দৃশ্য উপভোগ করেন।

শস্যচিত্রটির নির্মাতা এনামুল হক। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহারা গ্রামের বাসিন্দা। কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী এনামুল একই গ্রামের আবদুল আউয়ালের ছেলে। স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে তার সংসার। ২০২২ সাল থেকে এনামুল নিয়মিত তার জমিতে শস্যচিত্র তৈরি করছেন। শুরুতে ধানগাছ দিয়ে ‘মা’ শব্দের শস্যচিত্র করেছিলেন। পরের বছর ২০২৩ সালে একই জমিতে গড়েন শস্যচিত্র ‘জাতীয় পতাকা’। তারপর ২০২৪ সালে তিনি হৃদয়ের চিহ্নের আদলে গড়েছিলেন শস্যচিত্র ‘ভালোবাসা’। এবার তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি এঁকেছেন। ২০২২ সাল থেকে এনামুল নিয়মিত তার জমিতে শস্যচিত্র তৈরি করছেন।

নিতান্তই শখ থেকে এমন শস্যচিত্র তৈরি করেন বলে জানালেন এনামুল হক। তিনি বলেন, মানুষ আমার তৈরি শস্যচিত্র দেখতে আসে। এতে যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি উৎসাহ পাই।

কীভাবে এমন শস্যচিত্র করেছেন, তা জানতে চাইলে এনামুল বলেন, এবারের শস্যচিত্র তৈরিতে তিনি ব্যবহার করেছেন বেগুনি ও সবুজ জাতের দুই ধরনের ধানের বীজ। প্রথমে জমিতে দড়ি দিয়ে কাঠামো তৈরি করেন। এরপর সময় নিয়ে নিখুঁতভাবে সেখানে রোপণ করেন ধানের চারা।

শহীদ আবু সাঈদের প্রতিকৃতির কথা জানতে চাইলে কৃষক এনামুল আরও বলেন, আমি প্রথম মোবাইলে ওনার শহীদ হওয়ার ভিডিও দেখি, তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় আজকে আমার ধানখেতে আমি এ প্রতিকৃতি তৈরি করেছি। তিনি বলেন, ২০২১ সালে তিনি নিজের আধা বিঘা জমিতে প্রথমবারের মতো বেগুনি রঙের ধান চাষ করি। তখন এই রঙিন ধান দিয়ে ব্যতিক্রম কিছু করার ইচ্ছা জাগে। সেই ভাবনা থেকেই প্রতি বছর শস্যচিত্র করছি।
স্থানীয়রা জানায়, শস্যচিত্রে আবু সাঈদের প্রতিকৃতি নিয়ে সাড়া পড়েছে। এই প্রথম আবু সাঈদকে নিয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। শহীদ আবু সাঈদকে কখনো ভুলবে না এ দেশের মানুষ।

শিক্ষার্থী হাসিবুল ইসলাম জানান, এ রকম মানুষের প্রতিকৃতি আগে কখনো দেখি নাই। এটা দেখে আমার ভাই শহীদ আবু সাঈদের কথা মনে পড়ে গেছে। কান্না ধরে রাখতে পারছি না। দর্শনার্থী আ. সালাম জানান, রাস্তা দিয়ে বরমী যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ে ধানখেতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের প্রতিকৃতি। সবুজের মধ্যে নীল রঙের ধানগাছ দিয়ে আঁকা হয়েছে প্রতিকৃতি।

ব‍্যবসায়ী শহিদুল ইসলাম জানান, গত বছর এনামুলের করা শস্যচিত্র দেখতে এসেছিলাম। এর আগের বছরও শস্যচিত্র জাতীয় পতাকা তৈরি করেছিলেন। এ বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের প্রতিকৃতি দেখতে এসেছি। আবু সাঈদের প্রতিকৃতি দেখতে শুধু শ্রীপুর নয়, আশপাশের বিভিন্ন উপজেলার লোকজন ধানখেতের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসছেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, কৃষক এনামুলের শস্যচিত্রের কথা শুনেছি। এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়।

Share this news on:

সর্বশেষ

img
জুলাই কেন্দ্র করে ঢাবিতে দুটি নতুন দিবসের সূচনা Jul 15, 2025
img
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব নিতে আগ্রহী তাইজুল! Jul 15, 2025
img
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় সৌদি আরব Jul 15, 2025
img
প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা Jul 15, 2025
img
মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষা বিভাগ বন্ধের অনুমতি পেলেন ট্রাম্প Jul 15, 2025
img
জনসংখ্যার বড় অংশ তরুণ, এটা জাতির জন্য সুবর্ণ সময়: সিরাজ উদ্দিন Jul 15, 2025
img
জাতীয় সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত জরুরি: আলী রীয়াজ Jul 15, 2025
img
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন জেলেনস্কি Jul 15, 2025
img
মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার হলেন স্টার জলসার অভিনেত্রী Jul 15, 2025
img
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী নৌকাডুবে নিখোঁজ ১১ জন Jul 15, 2025
img
চলতি বছরের শেষে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে : পরিবেশ উপদেষ্টা Jul 15, 2025
img
জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে কার্ড দেখাবে, এটি নিয়ে আলোচনার প্রয়োজন নেই: এম জাহিদ Jul 15, 2025
img
প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ ড. ইউনুসের Jul 15, 2025
img
কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া Jul 15, 2025
img
অন্তর্বতী সরকার খুব দ্রুতই নির্বাচনের দিকে যাচ্ছে : প্রেসসচিব Jul 15, 2025
img
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক Jul 15, 2025
img
প্রাথমিক প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নয়নের প্রস্তাব Jul 15, 2025
img
পাকিস্তানে বন্যায় নিহত ১১১ জন, আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস Jul 15, 2025
img
বিপিএলে পরিবর্তনের পথে বিসিবি,তামিম-মুশফিকদের নিয়ে সভা Jul 15, 2025
img
একইদিনে নতুন দুই খেলোয়াড় দলে ভেড়াল বার্সেলোনা-রিয়াল Jul 15, 2025