ঝিনাইদহে ট্রিপল মার্ডার ঘটনায় সন্দেহভাজন ২ জন আটক

ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাদেরেকে ঝিনাইদহ ও ঢাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের মৃত আনজের আলীর ছেলে আনারুল ইসলাম।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানায়, ট্রিপল মার্ডারের ঘটনায় হানিফের ভাই সাজিদুল ইসলাম ইশা বাদী হয়ে মামলা করেন। দায়ের করা মামলায় রাতেই অভিযান চালিয়ে ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাঈদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি করে হত্যা করা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও রাইসুলকে। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠায় হত্যাকারীরা। এ ঘটনায় রোববার নিহত হানিফের ভাই সাজেদুল ইসলাম এশা বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করে।

Share this news on:

সর্বশেষ