আজ (২৭ ফেব্রুয়ারি) বিশ্বের শহরগুলোর বায়ুদূষণে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ১৯২। এ অনুযায়ী আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ দূষণের শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক এ তথ্য জানায়।
২২৭ একিউআই স্কোর নিয়ে দিল্লির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে বাংলাদেশের রাজধানী ঢাকা (১৯২), ভিয়েতনামের হ্যানয় (১৮৯), সেনেগালের ডাকার (১৮৫), পাকিস্তানের লাহোর (১৮৪) ও চীনের সাংহাই (১৮৯)। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় সাড়ে ২২ গুণেরও বেশি রয়েছে।
বায়ুদূষণ থেকে নিরাপদে থাকতে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলতে বলেছে আইকিউএয়ার। এছাড়া ঘরের দরজা, জানালা বন্ধ রাখতে ও ঘরের বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা। ৩৫৬ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।
তালিকায় এর পরেই রয়েছে বেচারাম দেউড়ি (২৫৪), ঢাকার মার্কিন দূতাবাস (২২৬), কল্যাণপুর (২২৩) এলাকা। এসব এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।