মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ২৮৮ লিটার সয়াবিন জব্দ করা হয়েছে। এসময় ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযানে অন্য দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বেতকা বাজার ও চৌরাস্তায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় বেতকা বাজারের শুভ ভ্যারাইটিজ স্টোরে দেখা যায়, নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। এ ছাড়া গুদামে ১৭টি কার্টনে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৮৮ লিটার সয়াবিন তেল মজুত অবস্থায় পাওয়া যায়। এজন্য দোকানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সব বোতলজাত সয়াবিন তেল এমআরপি মূল্যে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় মেসার্স সোহানা মেডিকেল কর্নারকে ৪ হাজার টাকা জরিমানা ও কনকর্ড মেডিকেল হল ফার্মেসিকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল।