রাজধানীর পল্লবী এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাং 'ভইরা দে গ্রুপ' এর সদস্য মো. রাব্বি, যাকে কানা রাব্বি নামেও পরিচিত, গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। মঙ্গলবার (৪ মার্চ) রাতে পল্লবী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, পল্লবীতে বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে ‘ভইরা দে গ্রুপ’র ২০ থেকে ২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবীর কালশীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় মানুষ অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছেন। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’ নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশ হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমন কিশোর গ্যাংয়ে বিরুদ্ধে র্যাব-৪ এর জুড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।