তিনি জানান, সিজার হোসেন পেশায় নির্মাণশ্রমিক। তার দুই স্ত্রী। প্রথম স্ত্রীকে নিয়ে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শ্রমিকের কাজ করেন। তার দ্বিতীয় স্ত্রী রোকসানা বেগম এক সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি সিজার হোসেন বাড়িতে ফেরেন। সোমবার সকালে রোকসানা তাদের জীর্ণ ঘরটি মেরামতের কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সিজার হোসেন বাঁশ দিয়ে রোকসানার মাথা ও পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সিজার হোসেন পালিয়ে যায়।
ওসি বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক সিজার হোসেনকে আটক করতে অভিযান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”