ইসিকে ১০ লাখের বেশি রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর

নির্বাচন কমিশনকে (ইসি) ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর তথ্য দেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন। সরকারের সঙ্গে সমঝোতা স্বাক্ষরের ভিত্তিতে ইসিকে এ তথ্য দিবে সংস্থাটি।

বুধবার (১৯ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।  

এনআইডি ডিজি বলেন, ইউএনএইচসিআর -এর কাছে যে তথ্য আছে সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে একটা চুক্তি হয়েছে। সে অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। এই ডাটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে। এটা চূড়ান্ত হয়েছে ডাটাগুলো নির্বাচন কমিশনে থাকবে।

এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডাটা পাবো তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক। রোহিঙ্গাদের ঠেকাতে আর কোনো কষ্ট করতে হবে না। কেননা, আমরা ডাটা দেব ওই ডাটার সঙ্গে মিলে গেলেই বুঝবো রোহিঙ্গা। সুতরাং এটা আমাদের প্রথমেই কাজে লাগবে। তাদের সঙ্গে বৈঠকে পাসপোর্টের বিষয়টাও আলোচনা এসেছে। পাসপোর্টে আমাদের এনআইডিটি ইউজ করে। যদি এনআইডি আমরা ক্লিন করতে পারি তাহলে রোহিঙ্গা শনাক্তে কনফরটেবল হবে।

যারা সার্ভারে ঢুকে গেছে বলে অভিযোগ আছে তাদের কী শনাক্ত করা যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেফিনেটলি। প্রথম হচ্ছে শনাক্ত করা, শনাক্ত করার সঙ্গে সঙ্গে আমরা এগুলো (এনআইডি) লক করে দেব। তারা আমাদের নাগরিক নয়। সুতরাং জানার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। যেহেতু বারবার আলোচনা হচ্ছে এই সিস্টেমে রোহিঙ্গারা রয়েছে।

অনেক বাংলাদেশি ত্রাণের আশায় রোহিঙ্গা হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সিইসি, তাদের বিষয়ে কী হবে? এমন প্রশ্নে এনআইডি মহাপরিচালক বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ১০ লাখের বেশি রোহিঙ্গা আছে বলে উনারা জানিয়েছেন। সার্ভার কার কাছে থাকবে এখনো ঠিক হয়নি। উনাদের টেকনিক্যাল লোক অনেক অভিজ্ঞ। আমরাও আমাদের ডাটা অনেক সিকিউরডভাবে সংরক্ষণ করতে পারছি। এগুলো পরবর্তীতে ঠিক হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা দেশের শত্রু : শামা ওবায়েদ Mar 20, 2025
img
এনসিপির ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন Mar 20, 2025
img
ফটোসেশনের পরও চূড়ান্ত নয় দল, আগামীকাল সকালে ফ্লাইট Mar 20, 2025
img
ঈদে নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির ১৪ নির্দেশনা Mar 20, 2025
img
৩ এপ্রিল নির্বাহী আদেশে প্রস্তাব, অনুমোদনে মিলবে ৯ দিনের ছুটি Mar 20, 2025
img
২৪০ গার্মেন্টস গ্রুপ বন্ধের বিষয়ে অনন্ত জলিলের দাবি মিথ্যা:প্রেস সচিব Mar 20, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Mar 19, 2025
img
এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন : মির্জা ফখরুল Mar 19, 2025
img
‘সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ’ Mar 19, 2025
img
গাজায় ইসরায়েল সফল হবে না, বললেন বিশ্লেষক Mar 19, 2025