রংপুর রাউডার্সের স্কোয়াডে থেকেও উপেক্ষিত আবু হায়দার রনি। শেষ মুহূর্তে তাকে ছাড়া গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়ায় কিছুটা হতাশ এই অলরাউন্ডার। এদিকে ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দল কিংবা বাংলাদেশ 'এ' দলে খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপে পুড়ছেন রনি। নিজেকে আরও শক্তিশালী করে জাতীয় দলে ফেরার প্রত্যাশা তার।
গত এনসিএল টি-টোয়েন্টিতে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এরপরও জাতীয় দল কিংবা বাংলাদেশ 'এ' দলে অবহেলিত রনি। 'এ' দলের সবশেষ ক্যাম্পেও রাখা হয়নি তাকে। সবশেষ রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলার স্বপ্ন দেখলেও শেষ মুহূর্তে এসে তাকে ছাড়াই গায়ানার উদ্দেশ্যে রওনা দেয় ফ্র্যাঞ্জাইজিটি। যা হতাশা বাড়িয়েছে রনির।
রনির ভাষায়, 'শেষ মুহূর্তে ওনারা স্কোয়াডে পরিবর্তন এনেছেন। খেলতে পারলে অবশ্যই ভালো লাগত। যেহেতু খেলতে পারছি না, খারাপ লাগাটাই স্বাভাবিক। যেহেতু এই মুহূর্তে ঘরোয়া কোনো খেলা নেই, আমার জন্য একটা সুযোগ হতে পারতো। ওখানে ভালো করতে পারলে আমার জন্য নতুন নতুন সুযোগ আসত। যেতে না পারায় খারাপ লাগছে।'
ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন রনি। তারপরও কপাল খুলছে না এই অলরাউন্ডারের। প্রায় ৭ বছর জাতীয় দলের বাইরে তিনি।
এনসিএলে টুর্নামেন্ট সেরা হলেও নির্বাচকদের নজর কাড়তে না পারার ক্ষত বয়ে বেড়াচ্ছেন রনি। তবে থেমে থাকেননি। নিজেকে পরিপূর্ণ করতে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন বাঁহাতি পেসার।
রনি বলেন, 'আমার প্রথম প্রায়োরিটি বোলিং। বোলিংয়ের পাশাপাশি যেহেতু আগে থেকেই ব্যাটিংটা ভালো পারতাম, সেটা নিয়েও আরও কাজ করছি। ইমপ্রুভমেন্টের তো শেষ নেই, আমাকে হয়তো আরও ইমপ্রুভ করতে হবে সামনে সুযোগগুলো কাজে লাগাতে। তো ব্যাটিং নিয়েও কাজ করছি। বিশেষ করে আমি যে জায়গাটায় ব্যাটিং করি বা যে জায়গায় ব্যাটিং করতে হয় এবং সিচুয়েশন যেরকম থাকে, ওভাবেই চেষ্টা করছি নিজেকে গড়ে তুলতে।
জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও উজ্জীবিত রেখেছে তরুণ এই ক্রিকেটারকে। ঘরোয়া লিগের সব আসরে নিজেকে প্রমাণ করে লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান রনি, 'পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা ক্রিকেটটা খেলিই জাতীয় দলে খেলার জন্য। যারা আমরা স্বপ্ন দেখছি আবার ন্যাশনাল টিমে কামব্যাক করার, আমাদের আরও ভালো খেলতে হবে।
যেভাবে খেলছি সেটা হয়তো ওই জায়গায় (জাতীয় দলে) খেলার চাহিদা ফুলফিল করছে না, যে ক্রাইটেরিয়া সেটা হয়তো ফুলফিল করছে না। তাই আরও ভালো খেলতে হবে। ভালো খেলার তো শেষ নেই। যদি আরও ভালো খেলি, সব ঘরোয়া টুর্নামেন্টে পারফরম্যান্সে শুরুর দিকে থাকি তাহলে তারা হয়তো আমাকে নিয়ে চিন্তা করবে। তখন সুযোগ আসবে।'
জাতীয় দলে খেলার স্বপ্নই এখনো রনিকে সবটুকু নিংড়ে দেয়ার তাড়না যোগায়। তিনি বলেন, 'জাতীয় দলের জন্য যেদিন থেকে স্বপ্ন দেখা বন্ধ করে দেব, সেদিন থেকে ক্রিকেটটা আর হয়তো সেভাবে উপভোগ করবো না বা খেলব না। শুধু টাকার জন্য তো ক্রিকেটটা ওভাবে কেউ খেলে না।'
সবশেষ ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে লাল সবুজ জার্সিতে মাঠে নেমেছিলেন রনি।
এমআর/টিএ