কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল উদ্ধারের ঘটনায় বিএনপি নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল রবিবার (২৩ মার্চ) নাগেশ্বরী উপজেলা সমবায় কর্মকর্তা নূর কুতুবুল এই মামলা করেন।
গত শনিবার (২২ মার্চ) কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে কালিগঞ্জ বাজারে মসজিদের ইমাম ইসমাইল হোসেন পরিচালিত মক্তব থেকে তিন হাজার ৮০০ কেজি ভিজিএফ চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার। ভিজিএফের চাল উদ্ধারের ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন জামাল।
তিনি নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র মানুষের জন্য কালিগঞ্জ ইউনিয়নে ৪৭ হাজার ২৬০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল চার হাজার ৭২৬টি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের তালিকা প্রস্তুত করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে জোরপূর্বক ভিজিএফ কার্ডের ভাগ নিয়েছেন।
এসব ভিজিএফ কার্ডের চাল উত্তোলন করে জামালের নেতৃত্বে জমা রাখা হয়। অনেক হতদরিদ্র পরিবার ভিজিএফ কার্ড পায়নি।
কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম জানান, শনিবার সুবিধাভোগীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা কিভাবে ভিজিএফের চাল সংগ্রহ করেছেন সেটা তিনি বলতে পারবেন না।
বিএনপির কোনো কর্মী জোরপূর্বক ভিজিএফ কার্ড নেননি। যেহেতু বিষয়টি ইউনিয়ন পরিষদের বাইরের ঘটনা সেহেতু চেয়ারম্যান ও মেম্বাররা এ জন্য দায়ী নন।
কালিগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ইসমাইল হোসেন জানান, 'আমার কাছ থেকে মক্তবের চাবি নিয়েছিলেন জামাল। তিনি মক্তবে ভিজিএফ চাল সংরক্ষণ করেছিলেন। আমি এ ব্যাপারে জড়িত নই।'
অভিযুক্ত বিএনপি নেতা গা ঢাকা দেওয়ায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ভিজিএফ চাল উদ্ধারের ঘটনায় জামালের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টায় অভিযান চালানো হচ্ছে। মসজিদের ইমামকে শনিবার রাতে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, স্থানীয় লোকজন মক্তবে রাখা ভিজিএফ চাল আটক করে প্রশাসনকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে মক্তব থেকে ভিজিএফ চাল জব্দ করেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সম্পৃক্ততা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
আরএ