ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি

ঈদের ছুটিতে পাহাড় ও হ্রদের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা রাঙামাটি বরাবরই ভ্রমণপিপাসুদের পছন্দের শীর্ষে থাকে। যান্ত্রিক শহরের চাপ ও ক্লান্তি থেকে মুক্তি পেতে অনেকেই ছুটে আসেন এই শান্ত, নৈসর্গিক পরিবেশে। ছুটির দিনে পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জেলার বিভিন্ন বিনোদনকেন্দ্র। এবারের ঈদের ছুটিতেও পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকরা। পর্যটন ব্যবসায়ীরা ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন আগত ভ্রমণপ্রেমীদের স্বাগত জানাতে।

পর্যটকদের বরণে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রস্তুত রাঙামাটির রয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণাসহ আরও মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠবে হাজার হাজার পর্যটকে। এমনটাই প্রত্যাশা তাদের।

সরেজমিনে দেখা যায়, ঈদে পর্যটকদের বরণ করতে রাঙামাটির পর্যটন আইকনখ্যাত ঝুলন্ত সেতুতে চলছে সংস্কার কাজ। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সেতুতে দেওয়া হচ্ছে রঙ। পাশাপাশি সেতুর পুরাতন পাটাতন বদলে নতুন পাটাতন লাগানো হচ্ছে, অন্যান্য জরুরি সংস্কার কাজও চলমান রয়েছে।

রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাপ্তাই হ্রদ ভ্রমণ। বোটে করে হ্রদের নীল জলে নৌবিহার করতে চান পর্যটকরা। তার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে টুরিস্ট বোট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

টুরিস্ট বোটচালক মো. সাইফুল উদ্দীন বলেন, পুরো রমজান মাসে রাঙামাটিতে তেমন পর্যটক সমাগম হয়নি। আমরা আশা করছি সামনের ঈদের ছুটিতে বেশ ভালো একটা পর্যটক সমাগম হবে এবং আমরাও ভালো ব্যবসা করতে পারবো। পর্যটকদের বরণ করে নিতে আমরা আমাদের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছি।

রাঙামাটি পর্যটন নৌযান ঘাটের ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম বলেন, পর্যটকদের বরণ করে নিতে আমরা আমাদের সব ধরনে প্রস্তুতি সম্পন্ন করেছি। বোটগুলো সংস্কার করা, নতুন রঙ করাসহ সব কাজ শেষের পথে। টুরিস্ট বোট ব্যবসায়ীরা পর্যটকদের জন্য অপেক্ষায় আছেন। আশা করছি ঈদের ছুটিতে অনেক পর্যটক সমাগম হবে।

জেলার আরেক অন্যতম বিনোদন স্পট পলওয়েল পার্কেও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। নতুন রূপে সাজাতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রি ও শিল্পীরা। পলওয়েল পার্কের বিভিন্ন ভাস্কর্যে চলছে রঙের কাজ। পাশাপাশি পুরো পার্ককে নতুনভাবে রঙিন করে সাজিয়ে তোলা হচ্ছে। সংস্কার করা হচ্ছে পার্কের একমাত্র ঝুলন্ত সেতুটিও।

এদিকে ইতোমধ্যে শহরের বেশিরভাগ হোটেল-মোটেলগুলোতে অধিকাংশ রুম বুকিং হয়েছে। পর্যটকের চাপ সামাল দিতে শেষ পর্যায়ের প্রস্তুতি সেরে রাখছেন হোটেল ব্যবসায়ীরা। শহরের রিজার্ভ বাজার গ্রীন ক্যাসেল হোটেলের ব্যবস্থাপক মো. জুয়েল রানা বলেন, রোজার মাসে আমাদের তেমন একটা ব্যবসা হয়নি। কিন্তু আশা করছি সামনের ঈদের ছুটিতে প্রচুর পর্যটক রাঙামাটি ভ্রমণে আসবেন। তার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। বর্তমানে আমাদের হোটেলের প্রায় ৬০ শতাংশ বুকিং রয়েছে।

হোটেল মতি মহলের ব্যবস্থাপক চন্দন মজুমদার বলেন, আমাদের হোটেলের প্রায় ৪০ শতাংশ অগ্রিম বুকিং রয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই শতভাগ বুকিং হয়ে যাবে।
রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় পণ্য হচ্ছে স্থানীয় তাঁতে বোনা বিভিন্ন পোশাক। তাই টানা বন্ধে আগত পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বাহারি সব পণ্য পসরা সাজাতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বনানী টেক্সটাইলের স্বত্ত্বাধিকারী রাহুল চাকমা বলেন, ঈদের ছুটিতে প্রচুর পর্যটক আসবে বলে আমরা আশা করছি। তাই আমরা নতুন ডিজাইনের ফতুয়া, পাঞ্জাবি, থামি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য তুলেছি। আশা করছি ভালো একটা ব্যবসা হবে।

ছুটিতে আশারূনুপ পর্যটক ভ্রমণের আশা প্রকাশ করে পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, সামনের ৯দিন ছুটিকে উপলক্ষ্য করে আমরা আমাদের অবকাঠামো, ঝুলন্ত সেতুসহ অন্যান্য সবকিছু নতুন করে সাজাচ্ছি। আশা করি ঈদের ছুটিতে আমাদের যেসব সম্মানিত পর্যটকরা রাঙামাটি বেড়াতে আসবেন তারা প্রাণভরে পর্যটন হলিডে কমপ্লেক্সসহ অপূর্ব রাঙামাটি উপভোগ করতে পারবেন।

ঈদের ছুটিতে রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে প্রায় ২০ হাজার পর্যটক আগমন ঘটবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরএইচ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জীবনের পথচলায় সততাকেই মূল শক্তি বললেন অজয় দেবগন Nov 21, 2025
img
ইচ্ছে করেই ফুটবল নিয়ে স্লেজিং করেছি: আসিফ আকবর Nov 21, 2025
img
রজনীকান্তের নতুন সিনেমা 'থালাইভার ১৭৩' পরিচালনায় ধানুশ! Nov 21, 2025
img
এক সিনেমার জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক ৩০ কোটি! Nov 21, 2025
যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনায় ইউক্রেনের জন্য কড়া শর্তাবলী Nov 21, 2025
সাড়ে তিন হাজার বছর পুরোনো নগরীর সন্ধান কাজাখস্তানে Nov 21, 2025
কিসের সন্ধানে আরব সাগরে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান Nov 21, 2025
ভিসার সময় বাড়ানোয় ঝুঁকিতে ৫০ হাজার নার্স Nov 21, 2025
বন্ধ কূপে মিলল গ্যাস, উঠবে ২০ বিলিয়ন ঘনফুট Nov 21, 2025
নিউমুরিং টার্মিনাল চুক্তি স্থগিতের আদেশ হাইকোর্টের Nov 21, 2025
মানবিকতার নজির স্থাপন করলেন ঢাকাই নায়িকা বুবলী Nov 21, 2025
নেটিজেনদের উচ্ছ্বাস, জন্মদিনের একান্ত মুহূর্তে তারা-বীর Nov 21, 2025
‘জাব তাক হ্যায় জান’-এর ছায়ায় শাকিবের নতুন সিনেমা! Nov 21, 2025
img
ওমানের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের শুভেচ্ছা Nov 21, 2025
img
মির্জা আব্বাসের আসনে লড়বেন আলোচিত সেই রিকশাচালক সুজন Nov 21, 2025
img
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া Nov 21, 2025
img
জামায়াতের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আজহারির মন্তব্য Nov 21, 2025
img
ব্রাজিলে কপ ৩০ জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড Nov 21, 2025
img
বাউলশিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ Nov 21, 2025
img
বাংলাদেশের 'মন তরঙ্গ' এবার বিশ্ব মঞ্চে Nov 20, 2025