গত কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল যে, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ ও অভিনেত্রী মাহিরা শর্মা নাকি একে অপরকে ডেট করছেন। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করা, কিছু অনুষ্ঠানে একসাথে দেখা, এবং তাদের ছবি নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। কিন্তু এবার দুজনেই স্পষ্ট করে জানিয়েছেন, এসব গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে।
মাহিরা শর্মা ইনস্টাগ্রামে ২১ মার্চ একটি পোস্টে বলেন, “আমি কারোর সঙ্গে ডেট করছি না। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন।” তিনি আরও বলেন, “আমি কাউকে থামাতে পারব না, সবাই যা খুশি বলে। কিন্তু এসব গুজবকে আমি গুরুত্ব দিই না। যদি এগুলো করে ভালো লাগে, তাহলে করুন… আমার কিছু বলার নেই।”
ক্রিকেটার মোহাম্মদ সিরাজও নিজের সোশ্যাল মিডিয়ায় এই গুঞ্জন নিয়ে এক পোস্টে জানান, “সব পাপারাৎজিদের অনুরোধ করছি, ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করুন। এসব সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আশা করি এবার এই গুঞ্জনের শেষ হবে।”
এই গুঞ্জনটি আরও তীব্র হয়েছিল সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মাহিরাকে আইপিএল নিয়ে প্রশ্ন করা হলে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং সম্পর্কের বিষয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়।
মাহিরা শর্মা অতীতে 'বিগ বস ১৩'-তে পরিচিতি লাভ করেছিলেন এবং তার নাম আগে পারস ছাবড়ার সঙ্গে সম্পর্ক জড়ানো নিয়ে আলোচনা ছিল। তারা ২০২৩ সালে আলাদা হয়ে যান। এরপর সিরাজের সঙ্গে ফলো এবং কথোপকথন নিয়ে নতুন গুঞ্জন উঠে, কিন্তু এবার দুজনেই স্পষ্ট করে জানিয়ে দিলেন যে তারা সম্পর্কে নেই।
সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপের কারণে তারা এবার সরাসরি মুখ খুলেছেন, এবং স্পষ্টভাবে বলছেন, “এটা শুধু মিথ্যে ও গুজব।”
এসএস/এসএন