বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান

তুরস্কজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত হয়েছেন নুরি আসলান। দুর্নীতির অভিযোগে গত সপ্তাহে মেয়র ইকরাম ইমামোগলু গ্রেপ্তার হওয়ার পর বুধবার (২৭ মার্চ) নতুন এই অন্তর্বর্তী মেয়র নির্বাচন করা হয়।

ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও ধরপাকড় চলছে। এর মাঝেই বিরোধীদল পরিচালিত পৌর কাউন্সিল নতুন মেয়র নির্বাচন করে।

ইস্তাম্বুলের ৩১৪ সদস্যের পৌর কাউন্সিলে বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) সংখ্যাগরিষ্ঠ। দলটি ১১৭ ভোটে নুরি আসলানকে নির্বাচিত করেছে।

আসলান রিপাবলিকান পিপলস পার্টিরই সদস্য। তিনি কারান্তরীন মেয়র ইকরাম ইমামোগলুর মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন।

ওদিকে, ইমামোগলুকে এখন দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। যদিও ইমামোগলু ও তার সমর্থকরা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ অভিযোগ আনা হয়েছে বলে মনে করছেন।

বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও পশ্চিমা অনেক দেশ মনে করছে, নির্বাচনে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত হওয়া ইমামোগলুকে সরিয়ে দিতেই এমন চাল চেলেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার।

তবে সরকার বলছে, বিচার ব্যবস্থার ওপর তাদের কোনো হাত নেই। দেশের আদালত স্বাধীন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান দেশে চলমান বিক্ষোভকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন।

আসলান অন্তর্বর্তী মেয়র নির্বাচিত হওয়ায় সরকারের পক্ষ থেকে তাদের বিশ্বস্ত কাউকে (ট্রাস্টি) এ পদে বসানোর পরিকল্পনা নস্যাৎ হয়েছে। যেমনটি সরকার এর আগে কয়েকটি নগরীতে করেছিল। বিশেষ করে কুর্দি অধ্যুষিত দক্ষিণপূর্বে।

সারাচান ইস্তাম্বুল পৌরসভা ভবনে সিএইচপি-এর চেয়ারম্যান ওজগুর ওজেল বলেন, পৌরসভায় ট্রাস্টি নিয়োগ দেওয়ার এরদোয়ানের আকাঙ্খা পূরণ হয়নি।

“এখন থেকে আমাদের সংগ্রাম পুরো তুরস্ক জুড়েই ছড়িয়ে পড়বে”, বলেন তিনি।

ওজেলের পাশেই ছিলেন নবনির্বাচিত মেয়র আসলান। নিজের দায়িত্ব সাময়িক উল্লেখ করে আসলান বলেন, “আমাদের মেয়র ইস্তাম্বুলের জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। যত শিগগিরই সম্ভব তিনি ফিরে আসবেন। চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং তাকেই (ইমামোগলু) আবার মেয়র পদ ফিরিয়ে দেব।”


এসএস

Share this news on:

সর্বশেষ

img
ব্যাংককের ধ্বংসস্তূপে এখনো ৭০ জন জীবিত থাকার সম্ভাবনা Apr 01, 2025
img
ইরানে হামলার হুমকি, ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া Apr 01, 2025
img
নেতানিয়াহুর গ্রেফতারে হাঙ্গেরিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির Apr 01, 2025
img
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন মাহফুজ আনাম Apr 01, 2025
img
মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা, নিহত ২ বন্ধু Apr 01, 2025
img
বিএনপি নেতার মামলায় ৩ সাংবাদিক Apr 01, 2025
img
আওয়ামী লীগকে কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না : উপদেষ্টা মাহফুজ Apr 01, 2025
img
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহতের সংখ্যা ৪০ Apr 01, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কুমিল্লায় ৩ বাসযাত্রী নিহত Apr 01, 2025
img
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির Apr 01, 2025