ট্রেন্ডিং-এ এখন শীর্ষে "কন্যা" গানটি

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার গানগুলোর মধ্যে দর্শক বিবেচনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গানটি। অন্তর্জালে আসার তেরো দিন হলেও গানটি এখন মানুষের মুখে মুখে।

শুধু তাই নয়, ইতিমধ্যে আলোচিত এই গানটি জায়গা করে নিয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। ইউটিউব ট্রেন্ডিংয়ের সংগীত বিভাগে প্রথম অবস্থানে রয়েছে ‘কন্যা’।

কিছুদিন আগে পর্যন্ত এই বিভাগের শীর্ষ অবস্থানে ছিল শাকিব খানের বরবাদ সিনেমার ‘দ্বিধা’ গানটি, এখন যা ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে।

‘কন্যা’ গানটি ইতোমধ্যে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এতে উৎসবের আমেজ পেয়েছেন বলে বিভিন্ন মন্তব্যে জানিয়েছেন শ্রোতাদর্শকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করে এমন মন্তব্যই করছেন তারা।

গানের পাশাপাশি ভিডিওতে আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া জুটির পারফরম্যান্স এবং তাদের রসায়নেও মুগ্ধ নেটিজেনরা। শুধু তাই নয়, টানা দুইদিন সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু ‘কন্যা’-তেই সয়লাব ছিল। সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ অঙ্গনের প্রায় সব তারকা গানটি নিজেদের হ্যান্ডেলে শেয়ার করে নিজেদের ভাল লাগা শেয়ার করেছেন।

এক সঙ্গে এত এত তারকা শিল্পীকে এর আগে কখনো কোনো গান কিংবা কনটেন্ট শেয়ার দিতে দেখা যায়নি।

সেই তালিকায় কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা থেকে শুরু করে গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রী কেউই বাদ ছিলেন না সেই তালিকায়!

প্রসঙ্গত, রবিউল ইসলাম জীবনের কথায় ‘কন্যা’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কনা।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন-৩’ সিনেমাটিতে সজলের সঙ্গে জুটি হয়েছেন নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। 

এসএম

Share this news on: