মস্কোর এফএসবি সদর দফতরের কাছাকাছি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহরের একটি বিলাসবহুল লিমুজিনে আগুন ধরে যায়। জানা গেছে, গাড়িটি "অরাস সেনাট লিমুজিন", যার মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। এই বিস্ফোরণের ফলে পুতিনকে হত্যার চেষ্টার গুঞ্জন আরও জোরালো হয়েছে।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ মার্চ মস্কোর লুবিয়াঙ্কার কাছে অবস্থিত এফএসবি সদর দফতরের উত্তরের একটি রাস্তায় এই বিস্ফোরণ ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশপাশের লোকজন দ্রুত এসে গাড়ির আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের পরপরই গাড়ির ইঞ্জিন থেকে আগুন ধরে যায়, যা পরে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের সময় গাড়িতে কে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দ্য সান জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময় ঘটলো, যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চলছে, কিন্তু উভয়পক্ষের মধ্যে উত্তেজনা এখনো বিদ্যমান। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছিলেন, "পুতিন বেশি দিন বাঁচবেন না। খুব শিগগিরই মারা যাবেন এবং যুদ্ধ শেষ হবে।" তার এই বক্তব্যের পর রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিস্ফোরণের ঘটনাটি সেই সন্দেহকে আরও উসকে দিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে পুতিনের শারীরিক অবস্থা নিয়েও বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবরে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে ক্রেমলিন জানিয়েছে, পুতিন সম্পূর্ণ সুস্থ আছেন এবং এসব গুজব ভিত্তিহীন। তাছাড়া, রুশ প্রেসিডেন্ট বডি ডাবল ব্যবহার করেন কি না, সে নিয়েও নানা ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে। যদিও তিনি নিজেই দাবি করেছেন যে, নিরাপত্তার কারণে তাকে বডি ডাবল ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও তিনি তা কখনো করেননি।
বর্তমানে মার্কিন মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে হামলা-পাল্টা হামলার ঘটনাও অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এফএসবি সদর দফতরের কাছে বিস্ফোরণের এই ঘটনা যুদ্ধ পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলতে পারে। রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং এটি অভ্যন্তরীণ নাকি বাইরের কোনো শক্তির পরিকল্পিত হামলা, তা বিশ্লেষণ করা হচ্ছে
এফপি/এস এন