‘মিডল ক্লাস আব্বায়ি’ ও ‘ভাকিল সাব’-এর মতো হিট ছবির পরিচালক ভেনু শ্রীরাম তাঁর সাম্প্রতিক ছবি ‘থাম্মুডু’র জন্য প্রথমে ভাবেন জনপ্রিয় অভিনেতা ন্যাচারাল স্টার নানিকে। তবে প্রস্তাব হাতে পাওয়ার পরই নানি তা ফিরিয়ে দেন। কারণ? গল্পে ছিল না সেই নতুনত্বের ছাপ, যা নানির পছন্দের সঙ্গে মানানসই।
‘এমসিএ’-তে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ‘থাম্মুডু’র চিত্রনাট্য দেখে নানি বুঝে ফেলেন—এ ছবিতে নেই সেই স্বতন্ত্রতা বা সংবেদন, যা তাঁকে টানে। নানির পরিচিতি রয়েছে তাঁর সূক্ষ্ম চিত্রনাট্য নির্বাচনের জন্য। একাধিক সূত্র জানায়, তিনি ছবিটির গল্প পড়ে “মন থেকে কিছু অনুভব করতে পারেননি”।
নানির না বলার পর ভেনু শ্রীরাম ছবির প্রস্তাব দেন আইকন স্টার আল্লু অর্জুনকে। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয় ২০২২ সালে। এরপর ছবির হাত ধরে এগিয়ে আসেন অভিনেতা নিথিন, যিনি একাধিক ব্যর্থতার পর একটি সফল ছবির অপেক্ষায় ছিলেন।
সম্প্রতি ‘থাম্মুডু’ মুক্তি পেয়েছে, তবে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ছবিটি পেয়েছে গড়পড়তা প্রতিক্রিয়া। অনেকেই একবাক্যে বলেছেন, গল্পটি ছিল পূর্বানুমেয় ও আবেগহীন। এমনকি নানির প্রাথমিক প্রত্যাখ্যানের পর সবাই বলছেন, নানির দূরদৃষ্টি ছবিটির ভবিষ্যৎ আগেই বুঝে গিয়েছিল।
বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও, ‘থাম্মুডু’ নিয়ে পরিচালকের আশা ছিল বড়। তবে এবার ভেনু শ্রীরামের পথ বদলানো জরুরি বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। কারণ বর্তমানে দর্শক খুঁজছে সাহসী এবং আলাদা ধরনের গল্প, পুরনো ছাঁচের কাহিনি দিয়ে আর এগোনো যাবে না।
এফপি/ টিএ