ভারতে পারমাণবিক চুল্লি তৈরির অনুমোদন দিলেন ট্রাম্প প্রশাসন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতে পারমাণবিক চুল্লি তৈরির জন্য মার্কিন সংস্থাকে অনুমোদন দিল। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, ‘হোল্টেক ইন্টারন্যাশনাল’ সংস্থাকে ভারতে পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য ছাড়পত্র দিয়েছে আমেরিকার শক্তি দফতর। প্রতিবেদন অনুসারে, এর ফলে তিনটি ভারতীয় সংস্থাকে শর্তসাপেক্ষে ছোট মডিউলার রিঅ্যাক্টর প্রযুক্তি হস্তান্তর করতে পারবে মার্কিন সংস্থা। তার মধ্যে একটি সংস্থা হল ‘হোল্টেক এশিয়া’, যা মার্কিন সংস্থার একটি শাখা প্রতিষ্ঠান।

গত ২৬ মার্চ ‘হোল্টেক ইন্টারন্যাশনাল’-কে কেবল অসামরিক ক্ষেত্রে এই পারমাণবিক চুল্লি তৈরির জন্য অনুমতি দিয়েছে মার্কিন প্রশাসন। ওই মার্কিন সংস্থার শাখা ‘হোল্টেক এশিয়া’র একটি প্রযুক্তিকেন্দ্র পুণেতে রয়েছে। এ ছাড়া গুজরাতের দহেজে তাদের একটি উৎপাদনকেন্দ্রও রয়েছে। যদিও মার্কিন প্রশাসনের ছাড়পত্রের বিষয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

২০০৭ সালের জুলাই মাসে ভারত এবং আমেরিকার মধ্যে চুক্তি হয়েছিল। চুক্তির মূল উদ্দেশ্য ছিল অসামরিক পারমাণবিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা। কিন্তু দেড় দশকেরও বেশি সময় ধরে এই বিষয়ে বিশেষ অগ্রগতি হয়নি। এ বার ট্রাম্প প্রশাসনের ছাড়পত্র পেল ওই মার্কিন সংস্থা। তবে এ ক্ষেত্রে ভারত সরকারের থেকেও সম্মতির প্রয়োজন রয়েছে। ওই তিন ভারতীয় সংস্থা ‘হোল্টেক’-এর থেকে পাওয়া প্রযুক্তি এবং তথ্য কেবল শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণাতেই ব্যবহার করবে, এই মর্মে সম্মতি প্রয়োজন ভারত সরকারের। তবেই ওই ছাড়পত্র কার্যকর হবে।

এই ছাড়পত্রের ক্ষেত্রে অবশ্য কিছু শর্তও রয়েছে। ওই মার্কিন সংস্থাকে প্রত্যেক ত্রৈমাসিকে মার্কিন সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে। কী কী প্রযুক্তিগত এবং অন্য সহযোগিতা করা হচ্ছে, তা জানাতে হবে। এই ছাড়পত্রের মেয়াদ থাকবে ১০ বছর। তবে পাঁচ বছরের মাথায় তা পর্যালোচনা করে দেখা হবে। মার্কিন প্রশাসনের আগাম অনুমতি ছাড়া ওই আমেরিকান সংস্থার থেকে পাওয়া তথ্য কোনও তৃতীয় পক্ষের সঙ্গে বা অন্য দেশকে দেওয়া যাবে না। এমনকি অন্য ভারতীয় সংস্থাকেও দেওয়া যাবে না।

 আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ