লঞ্চে হামলা ও ভাঙচুরের অভিযোগে ১৩ যাত্রী কারাগারে

ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি রয়েলক্রুজ-২ নামে একটি লঞ্চে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ যাত্রীকে আটকের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। বেতাগী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ সরকার সুব্রত এ আদেশ দেন। আদালতের জিআরও অশোক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।
 
রোববার (৩০ মার্চ) বিকেলে এমভি রয়েল ক্রুজ-২ লঞ্চে হামলার অভিযোগ জানিয়ে লঞ্চের সুপারভাইজার এসএম খাইরুল হাসান শাহীন ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ থেকে ২৬ জনের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা করেন।

এর আগে শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঝালকাঠির নলছিটি নদী এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও একইদিনে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী রাজারহাট সি নামে আরও একটি লঞ্চে একই ধরনের ঘটনা ঘটে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
 
পুলিশ ও লঞ্চ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে এম ভি রয়েল ক্রুজ এবং এম ভি রাজারহাট সি নামের দুটি লঞ্চ যাত্রী বোঝাই করে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসে। রয়েল ক্রুজ লঞ্চটি বরিশাল ত্যাগ করে ঝালকাঠির নদী এলকায় পৌঁছালে মাঝরাতের দিকে লঞ্চ ধীরে চলছে এবং লঞ্চের যাত্রীদের জন্য সেহেরিতে খাবারের প্যাকেজের দাম বেশি রাখার অভিযোগ করে লঞ্চের স্টাফদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন কয়েকজন যাত্রী। পরে তাদের সঙ্গে লঞ্চে থাকা আরও একাধিক যাত্রী একত্রিত হয়ে লঞ্চে ভাঙচুর চালানো শুরু করেন।

পরে লঞ্চ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে লঞ্চটি বেতাগী ঘাটে পৌঁছালে হামলা ও ভাঙচুরে জড়িত সন্দেহে ১৮ জন যাত্রীকে আটক করা হয়। এ সময় আটক যাত্রীদেরকে ছাড়িয়ে নিতে স্বজনরা বেতাগী থানা চত্বর ঘেরাও করেন। এ ছাড়াও গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেন তারা। পরে নৌবাহিনী ও জেলা পুলিশের আতিরিক্ত সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
রয়েল ক্রুজ-২ লঞ্চের কেবিন স্টাফ মো. মেহেদী বলেন, মাঝরাতে লঞ্চে থাকা কয়েকজন যাত্রী বিভিন্ন অভিযোগ করে স্টাফদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। এ সময় ওই যাত্রীরা ক্ষিপ্ত হয়ে লঞ্চের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লঞ্চের বিভিন্ন মালামাল ফেলে দেন। লঞ্চ মাস্টারদেরকেও মারধর করেন তারা। মারধরের ভয়ে অনেক স্টাফই তাদের কাছে যাননি এবং বাধা দিতে পারেনি। শুধু আমাদের লঞ্চে না একই রকমের ঘটনা রাজারহাট সি নামের আরেকটি লঞ্চেও ঘটেছে।

এমভি রয়েল ক্রুজ-২ লঞ্চের সুপারভাইজার এস এম খাইরুল হাসান শাহীন বলেন, রাতে বরিশালের পর নদীর বিভিন্ন বাঁক অতিক্রম করতে লঞ্চটি নিরাপত্তার জন্য একটু ধীরগতিতে চালানো হচ্ছিল। এতে কিছু উশৃঙ্খল যাত্রী ক্ষুব্ধ হয়ে লঞ্চে ভাঙচুর শুরু করেন। পরে তাদের এমন কর্মকাণ্ড দেখে ভয়ে লঞ্চের কর্মী ও আনসার সদস্যরা পালিয়ে যান। এ সময় ওই উশৃঙ্খল যাত্রীরা লঞ্চের ক্যাশ কাউন্টারে থাকা আড়াই লাখ টাকাসহ ক্যাশ বাক্সটি নদীতে ফেলে দেন। তারা আমাকেও মারধর করে। পরে বিষয়টি পুলিশকে জানিয়ে বেতাগী লঞ্চঘাটে পৌঁছালে পুলিশ এসে উশৃঙ্খল যাত্রীদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লঞ্চ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ১৮ জন যাত্রীকে আটক করা হয়। এদের মধ্যে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করে লঞ্চ কর্তৃপক্ষ। পরে মামলায় অভিযুক্ত ১৩ জনকে আদালতে হাজির করলে, আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া বাকিদেরকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
অদৃশ্য শক্তিকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব: মুরাদ Nov 01, 2025
img
বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো ‘অন্যায়’ হয়েছে: সেলিম Nov 01, 2025
img
মৌলভীবাজারে জুলাইযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ Nov 01, 2025
img
ফের ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার হুমকি, ‘অন্যরা করলে আমরাও করব’ Nov 01, 2025
img
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল Nov 01, 2025
img
ছাত্রদল নেতা আবিদুলের ফেসবুক আইডি ডিজেবল, ‘বট আক্রমণের শিকার’ দাবি Nov 01, 2025
img
সাউথ আফ্রিকার বিপক্ষে বড় জয়ে সিরিজে ফিরল পাকিস্তান Nov 01, 2025
img
সুন্দরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের Nov 01, 2025
img
যা হওয়ার হয়ে গেছে, সমস্যা সমাধান করে নির্বাচনের পথে এগোন : মির্জা ফখরুল Nov 01, 2025
img
‘ঢাকায় পা রাখলেই জাকির নায়েককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়’ Nov 01, 2025
img
মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন Nov 01, 2025
img
হাসপাতালে নুরুল হাসান সোহান, শরিফুলকে নিয়েও আছে শঙ্কা Nov 01, 2025
img
আ. লীগের মিছিল বেগবান হচ্ছে, দিশেহারা পুলিশ : মোস্তফা ফিরোজ Oct 31, 2025
img
টলিউডে রাজনীতি এখন আরও প্রকট: রঞ্জিত মল্লিক Oct 31, 2025
img
ফ্যাসিবাদ সরকার যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে গেছে: শামা ওবায়েদ Oct 31, 2025
img
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: নির্বাচন কমিশনার Oct 31, 2025
img
আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেক নিউজ : শফিকুল আলম Oct 31, 2025
img
মোবাইল ফোন হারালে ব্লক করার প্রক্রিয়া Oct 31, 2025
img
ভেনেজুয়েলায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Oct 31, 2025
img
চরমপন্থা-সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার Oct 31, 2025