ঢাবিতে ঈদ শোভাযাত্রা অনুষ্ঠিত

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে ঈদ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয় আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, শিক্ষক, ছাত্র ও কর্মচারীরা।

সোমবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রথম জামাতের নামাজ শেষে শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি টিএসসি ঘুরে কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জগন্নাথ হলের পক্ষ থেকেও আলাদাভাবে অংশ নেন শিক্ষক-কর্মচারীরা।

শোভাযাত্রায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদেরও দেখা যায়। শোভাযাত্রার পূর্বে ভিসি ড. নিয়াজ আহমেদ খান বলেন, ভয়হীন পরিবেশে এবার মানুষ ঈদ উদযাপন করছে বলেই শোভাযাত্রা করা যাচ্ছে। এখন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যার যার ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান করতে সহযোগিতা করবে বলেও মন্তব্য করেন তিনি।

এসএন 

Share this news on: