লেবানন ও ইয়েমেনে একযোগে বোমা হামলা, নিহত ৩

হামলায় বৈরুতের ক্ষতিগ্রস্ত একটি ভবন (বামে), সানায় বোমা হামলার পর একটি ভবন থেকে ধোঁয়া উড়তে থাকে (ডানে)।

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকালের দিকে চালানো এই হামলার দাবিও করেছে দেশটি। অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। খবর আল জাজিরার।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর দাহিয়েতে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদন বলছে, এটি বেশ বড় বিস্ফোরণ ছিল এবং বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। গত তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এ হামলা চালানো হলো।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, একটি ভবনে তারা আঘাত করেছে। হিজবুল্লাহর একজন সদস্য ভবনটিতে ছিলেন। ওই সদস্য হামাসের এক কর্মীকে ইসরায়েলের ওপর হামলা চালাতে সাহায্য করছিলেন।

এর আগে গত ২৮ মার্চ আরেকটি আবাসিক ভবনে হামলা চালিয়েছিল ইসরায়েল। দেশটির দাবি, এটি ছিল হিজবুল্লাহর ড্রোন উৎপাদন কেন্দ্র। বোমা হামলার আগে ইসরায়েল বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছিল বলে সেই হামলায় কেউ হতাহত হয়নি। তবে এবার কোনো আগাম নির্দেশনা ছিল না।

এদিকে ইয়েমেনে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। হুতি-অধিভুক্ত আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন বাহিনী সাম্প্রতিক কয়েক ঘন্টায় উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে ১৫টি অভিযান চালিয়েছে, যার মধ্যে সাদা শহর এবং মাইজ ও সাহার জেলা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন বাহিনী রাজধানীর কাছের সানা প্রদেশের সানহান জেলার জারবান এলাকায় হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হুথিরা মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে একটি মার্কিন এমকিউ-নাইন ড্রোন ভূপাতিতের দাবির পর এই অভিযান শুরু করে মার্কিন বাহিনী।

এফপি/এস এন


Share this news on:

সর্বশেষ

img
এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষাবোর্ড Apr 03, 2025
img
ওসির বিরুদ্ধে সংবাদকর্মীদের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিতে বললেন ফখরুল Apr 03, 2025
img
এবার নাচ নয়, শুধু ‘টাচ’, উর্বশীর ঘোষণা Apr 03, 2025
img
সালমান খানকে নকল করে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট, গ্রেফতার করে পেটাল পুলিশ Apr 03, 2025
img
এই সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে : সুলতান সালাউদ্দিন টুকু Apr 03, 2025
img
নওগাঁয় লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি Apr 03, 2025
img
রাশিয়ার ওপর কেন শুল্ক আরোপ করেননি ট্রাম্প? Apr 03, 2025
img
‘যুবদলে এখন নিয়ন্ত্রণ নেই’, উপজেলা সদস্যসচিব Apr 03, 2025
img
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Apr 03, 2025
img
গ্রাম থেকে বৈশ্বিক পরিবর্তনের বার্তা পৌঁছাল ড. ইউনূস Apr 03, 2025