ট্রাম্পের ‘লিবারেশন ডে’-র আশঙ্কায় শেয়ার বাজারে পতন

আগামী বুধবার নতুন শুল্ক বসানোর ঘোষণা দেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই “লিবারেশন ডে”-র আগে শেয়ার বাজার পড়লো।

এস অ্যান্ড পি ৫০০ প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ নিচে পড়েছে। ন্যাসডাক পড়েছে এক দশমিক চার শতাংশ। স্পষ্টতই, নতুন শুল্ক ঘোষণার আগে বিনিয়োগকারীরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

ইতোমধ্যে সোনার দাম এই মুহূর্তে প্রতি আউন্স পিছু তিন হাজার ১৫০ মার্কিন ডলার ছুঁয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাজারের অনিশ্চয়তা এবং বাণিজ্য ক্ষেত্রে বাড়তে থাকা টানাপোড়েনই এর জন্য দায়ী। জাপানের নিক্কেই-২২৫ চার শতাংশ নিচে নেমেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি তিন শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ প্রায় দেড় শতাংশ পড়েছে।

কী হতে চলেছে বুধবার?

প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিলের নাম দিয়েছেন লিবারেশান ডে। একগুচ্ছ শুল্ক পরিকল্পনা ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও আসলে সেদিন কী ঘটতে চলেছে তা নিয়ে অনিশ্চিত বিশেষজ্ঞরা। কিছু বিশেষজ্ঞ বলছেন, “রেসিপ্রোকাল” বা সমহারে শুল্ক ঘোষণা করতে পারেন ট্রাম্প।
গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন, এই নতুন শুল্ক বিশ্বের প্রতিটি দেশের ওপর প্রভাব ফেলতে পারে। হোয়াইট হাউসের মতে, বিদেশি দ্রব্যের ওপর নতুন শুল্কের কারণে প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার লাভ হবে আমেরিকার।

বিশ্ব মন্দার বিষয়টিও উডিয়ে দিচ্ছেন না ট্রাম্প

রোববার ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বে অর্থনৈতিক মন্দার সম্ভবনার কথা উড়িয়ে দেননি ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, তার এই বক্তব্যের প্রভাব পড়েছে সোমবারের স্টক মার্কেটে।

বিশ্বে মন্দা আসতে পারে কিনা সেই প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি এইসব আগাম ঘোষণা পছন্দ করি না। আমরা খুব বড় একটা কিছু ঘোষণা করব, ফলে কিছু পরিবর্তন তো দেখা যাবেই। খানিকটা তো সময় লাগে।”

এবার প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পিত রপ্তানি শুল্ক প্রথমবারের তুলনায় বেশি কড়া হতে পারে। চীনের ওপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণার হুমকি দিয়ে রেখেছেন তিনি।

এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ, ভারত এবং জাপানের ওপরেও শুল্কের খাঁড়া ঝুলিয়ে রেখেছেন ট্রাম্প। এই হুমকিতে জার্মান ওয়াইন ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যশোরে বাসচাপায় নিহত বাবা-মেয়ে , মৃত্যুশয্যায় আরেক মেয়েসহ মা Apr 03, 2025
img
মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পরেন ৪০ লাখের ঘড়ি : বরকত উল্লাহ বুলু Apr 03, 2025
img
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত Apr 03, 2025
img
নিশোর মুখে শাকিবের প্রশংসা, যা বলছে নেটিজেন Apr 03, 2025
img
শচীন কন্যা সারা এখন ক্রিকেট দলের মালিক Apr 03, 2025
img
সাইফ একটা রাতও আমার সঙ্গে কাটায়নি: কারিনা Apr 03, 2025
img
ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য : রাশিয়া Apr 03, 2025
img
মুম্বাইয়ে জনসমুদ্রের মুখে বিপাকে রণবীর, উদ্ধার করল পুলিশ Apr 03, 2025
img
শুটিংয়ের কাজে কেনা কাপড় দিয়েই ঈদ কাটতো: কুসুম শিকদার Apr 03, 2025
img
যুক্তরাষ্ট্র ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যবেক্ষণে রাখবে Apr 03, 2025