আনচেলত্তির ৪ বছরের কারাদণ্ডের শঙ্কা!

বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা কোচ কার্লো আনচেলত্তি। তবে এবার বিপদে পরতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই মাস্টারমাইন্ড। আয় গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিল স্পেনের কর কর্তৃপক্ষ। স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাদেশিক আদালতে আজ বিচার কাজ শুরু হয়েছে।

বিচার এখনো প্রক্রিয়াধীন। তবে এই মামলায় দোষী সাব্যস্ত হলে ৪ বছর ৯ মাসের কারাদন্ড হতে পারে আনচেলত্তির। সঙ্গে ৩২ লাখ ইউরো বা প্রায় ৪২ কোটি টাকার জরিমানা তো আছেই। তবে নিজেকে নির্দোষ দাবি করে ইতালিয়ান এই কোচ বলেছেন, তিনি কখনো জালিয়াতি করার কথা ভাবেননি।

আদালতের ৪০ মিনিট শুনানি চলে। যেখানে আনচেলত্তি বলেন, ‘আমার কাছে সবকিছু ঠিকঠাক মনে হয়েছে। আমি কখনো জালিয়াতি করার কথা ভাবিনি। আমি ভেবেছিলাম এটা স্বাভাবিক ব্যাপার। কারণ, সেই সময়ের সব কোচ এবং আমার আগে দায়িত্ব পালন করা কোচও একই কাজ করেছিলেন।’

গত কয়েক বছর ধরে ফুটবল ব্যক্তিত্বদের কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবস্থানে স্পেন সরকার । ২০১৯ সালে রিয়ালের সাবেক কোচ জোসে মরিনিও কর ফাঁকির দায় স্বীকার করে এক বছরের স্থগিত কারাদণ্ড পান। আনচেলত্তির বিরুদ্ধে করা মামলার রায় কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে।

আরএ

Share this news on: