গুরুতর অভিযোগ, আরবি সিনেমার নকল ‘লাপাতা লেডিস’!

মুক্তির পর থেকেই প্রশংসা কুড়িয়েছে। পৌঁছে গেছে অস্কারের মঞ্চেও। সেই ‘লাপাতা লেডিস’ নিয়ে এবার বিতর্ক! অভিযোগ উঠেছে, সিনেমাটির মূল ভাবনা ও বেশ কিছু দৃশ্য ২০১৯ সালে মুক্তি পাওয়া ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বোরখা সিটি’ থেকে অনুপ্রাণিত।অস্কারের জন্য ভারতের প্রতিনিধিত্ব করা ‘লাপাতা লেডিজ’ এবার নতুন বিতর্কের মুখে।

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে, নেটিজেনদের একাংশ দাবি করছে, ফ্র্যাব্রিস ব্র্যাক পরিচালিত ‘বোরখা সিটি’-এর সঙ্গে সিনেমার গল্পের বেশ কিছু অংশের মিল রয়েছে। এমনকি কিছু দৃশ্য নাকি হুবহু অনুকরণ করা হয়েছে। এই বিতর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
 
তবে এটি প্রথম নয়।এর আগে ভারতীয় পরিচালক মহাদেবন দাবি করেছিলেন, তার চলচ্চিত্র ‘ঘুঙ্গট কে পট খোল’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাপাতা লেডিজ’ নির্মিত হয়েছে। যদিও কিরণ রাও তখন এই অভিযোগ অস্বীকার করে জানান, তিনি মহাদেবনের কাজ দেখেননি।

২০২৪ সালের ১ মার্চ সিনেমাটি দেশের সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কিরণ রাওয়ের এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রণ্টা, নিতাংশি গোয়েল, রবি কিষেণ।

এই ছবি দর্শককে ২০০১ সালের গ্রামীণ ভারতের দুনিয়ায় নিয়ে চলে যাবে। এক ট্রেন সফরে দুই কনের অদল বদল হয়ে যাওয়ার কাহিনি ছিল এই ‘লাপাতা লেডিজ’। এতে এক ব্যক্তি তাঁর সদ্য বিবাহিত স্ত্রীকেই খুঁজে চলে সারাক্ষণ।
 
আমির খান প্রোডাকশনস এবং কিন্ডলিং প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি ‘ধোবি ঘাট’-এর পরে কিরণ রাওয়ের ডিরেক্টর হিসেবে কামব্যাক ফিল্ম ছিল। প্রেক্ষাগৃহে মুক্তির আগে ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হয়েছিল।

সেই চলচ্চিত্র উৎসবে উপস্থিত সকল দর্শকদের থেকে প্রশংসিত হয়েছিল এটি। পরে ‘লাপাতা লেডিজ’ ২০২৫ সালের অস্কার পুরস্কারের মনোনয়নেও আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে উঠে এসেছিল। যদিও অস্কার ভাগ্যে জোটেনি সিনেমাটির। 


এমআর/এসএন


Share this news on: