সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবক প্রাণ হারিয়েছেন। বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মক্কা থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ ফারুক (৪৩)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা। নিহতের ছোট ভাই মোহাম্মদ ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমন বলেন, সাত বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। সবশেষ দেড় বছর আগে দেশে এসেছিলেন।
জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে সৌদি আরবে থাকা তার ফুপাতো ভাই দুলাল ফোন করে দুর্ঘটনার খবর জানান। মিকাত এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুক মারা যান।

সৌদি আরবে থাকা ফারুকের আত্মীয় মো. শাহ আলম শাহপরান জানান, ফারুক রাতের খাবারের গাড়ি নিয়ে বের হয়েছিলেন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে ইউটার্ন নেয়ার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

ফারুকের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। চার ভাইয়ের মধ্যে তিনি বড়। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানিয়েছেন, ফারুকের মরদেহ দেশে আনতে ও তার পরিবারকে সহযোগিতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনও সর্বাত্মক সহযোগিতা করবে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে ৪ দিন Apr 10, 2025
img
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় পোশাক জায়ান্ট ইন্ডিটেক্স Apr 10, 2025
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে Apr 10, 2025
দুই বছর আগের প্রয়াত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন Apr 10, 2025
৯০ দিনের জন্য বাংলাদেশের পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প Apr 10, 2025
নির্বাচনের রোডম্যাপ জানতে ১৬ই এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে বিএনপি Apr 10, 2025
ভিসা চালু ও আমদানী-রপ্তানি বৃদ্ধির ইঙ্গিত দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার Apr 10, 2025
বাংলাদেশে ৪৫ বছরে যা করেছেন কিহাক সাং Apr 10, 2025
img
পরিবেশ উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বৈঠক Apr 10, 2025
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে প্রথমবার স্টারলিঙ্ক ব্যবহার কেমন ছিলো? Apr 10, 2025