পরমদা দারুণ চুমু খায়: কৌশানী

কোলকাতার নায়িকা কৌশানী মুখার্জি সম্প্রতি আলোচনায় রয়েছেন। তিনি ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় পরমব্রত চ্যাটার্জির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। এই সিনেমাটি ২০১২ সালের ‘হেমলক সোসাইটি’ এর আদলে নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি, যেখানে পূর্বে কোয়েল মল্লিক নায়িকা চরিত্রে ছিলেন।

নতুন সিনেমায় পরমব্রত এর সাথে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা শেয়ার করেছেন কৌশানী। তিনি , বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমি এর সাথে তুলনা করেন পরমব্রতকে।

নায়িকাকে গল্প বলার সময় চুম্বন দৃশ্যে সমস্যা আছে কিনা জানতে চেয়েছিলেন সৃজিত। তখন কৌশানী বলেছিলেন সমস্যা আছে। তবে চিত্রনাট্যের জন্য জরুরি ছিল এই চুম্বন দৃশ্য। গল্প শোনার পর আর না করতে পারেননি কৌশানী।

প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গেও কখনো চুম্বন দৃশ্যে দেখা যায়নি কৌশানীকে। চুম্বন দৃশ্য নিয়ে নায়িকা বলেন, “এখন এটা অনায়াসে বলতে পারি, আমার অভিনীত সেরা চরিত্র এটি। পর্দায় ঠোঁট ঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা সেই জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রের জন্য। এর আগে কিন্তু বনির সঙ্গেও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করিনি।”

কৌশানী মুখার্জি বলেন, “চুম্বন দৃশ্যের জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়নি। সেটে ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ থাকেন। স্বাচ্ছন্দ হতে অনেকটা সাহায্য করেছেন তিনি। শটের আগে আমি ভীষণ চাপে ছিলাম। সকাল থেকে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কারও সঙ্গে কথা বলছিলাম না। আমার বিপরীতে পরমদা। পরমদা তো ইমরান হাশমি, দারুণ চুমু খায়। পর্দায় অনেককে চুমু খেয়েছে। তবে সৃজিতদাকে বলে রেখেছিলাম, এটা যেন এক টেকেই হয়ে যায়। এই দৃশ্যের রিটেক করা যাবে না।”

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৃজিতের একটি বক্তব্য উল্লেখ করে কৌশানী মুখার্জি বলেন, “শট নেওয়ার পর চিত্রগ্রাহককে সৃজিতদা বলেছিলেন, ‘তুই যদি শট না নিতে পেরেছিস বস, পরের চুমুটা তোকে আর আমাকে খেতে হবে। কৌশানী বলে দিয়েছে আর চুমু খাবে না।’ পরে এসব কথা শুনে আমাদের কী হাসি! পরমদাও খুব ভালোভাবে সবটা সামলেছে।”

পরমব্রত-কৌশানী ছাড়াও ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় অভিনয় করেছেন— বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, সৌমেন চক্রবর্তী প্রমুখ। আগামী ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এসএস

Share this news on:

সর্বশেষ

img
তরমুজ চুরিতে বাধা দেওয়ায় কৃষককে হত্যা Apr 04, 2025
img
ট্রাম্পের শুল্ক ঘোষণায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন Apr 04, 2025
img
লিভারপুলে ট্যুরিস্ট ডেস্টিনেশন পার্টনার হলেন মালদ্বীপ Apr 04, 2025
img
বিবাহবিচ্ছেদ আমার মধ্যে ইতিবাচক পরিবর্তনই ঘটিয়েছে : ইন্দ্রনীল Apr 04, 2025
img
ভোমরা স্থলবন্দর দিয়ে আট মাসে ২৪৬৫ কোটি টাকার পণ্য রপ্তানি Apr 04, 2025
img
বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত Apr 04, 2025
img
মোদি-ইউনূস বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা : বিক্রম মিশ্রি Apr 04, 2025
img
‘শীঘ্রই’ বিশ্ব ফুটবলে ফিরবে রাশিয়া, আশাবাদী ফিফা সভাপতি Apr 04, 2025
img
বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু Apr 04, 2025
img
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক একটি ‘জাতীয় সংকট’ : জাপানি প্রধানমন্ত্রী Apr 04, 2025