কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী ভুটান

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে সেখানে বিনিয়োগ করতে আগ্রহী ভুটানের বিনিয়োগকারীরা। তারা ফল প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য কারখানায় বিনিয়োগের পাশাপাশি উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করতে চান।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বৈঠকে তারা দুই দেশের মধ্যে বাণিজ্য এবং সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

ড. ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান। তারা কুড়িগ্রামের উত্তরে ভুটানের জন্য নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ অগ্রগতি নিয়েও আলোচনা করেন।

ভুটানের প্রধানমন্ত্রী জানান, ভুটানি বিনিয়োগকারীরা কুড়িগ্রামে ফল প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য কারখানায় বিনিয়োগ করতে আগ্রহী। তারা উৎপাদিত পণ্য আঞ্চলিক দেশগুলোতে রপ্তানি করবেন।

এছাড়া, তিনি বাংলাদেশের কাছ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক্যাল ক্যাবল ইন্টারনেট সংযোগের অনুরোধ করেন, যা বিষয়ে প্রধান উপদেষ্টা পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ড. ইউনূস ভুটানের শিক্ষার্থীদের, বিশেষ করে মেডিকেল স্কুল স্নাতকদের জন্য আরও শিক্ষার সুযোগ প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

ভুটানের প্রধানমন্ত্রী ড. ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান পদ গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে আঞ্চলিক জোটটির নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন।

এসএস

Share this news on: