রাবাদা দেশে ফেরায় মোস্তাফিজের কি আইপিএল কপাল খুলবে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে কাগিসো রাবাদা গুজরাট টাইটান্স ছেড়ে নিজ দেশে ফিরেছেন। তার ফেরার কোনো দিনতারিখ জানায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। এটাই গুজরাটের নাম নতুন কয়েকজন ক্রিকেটারের সঙ্গে জড়িয়ে দিচ্ছে।

রাবাদা পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ৪১ রানে ১ উইকেট ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৪২ রানে ১ উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলেনইনি। এমন পারফরম্যান্স করে রাবাদা দেশে ফিরেছেন।

প্রোটিয়া পেসার না ফিরলে গুজরাট নতুন কোনো ক্রিকেটার কিনতে পারে। এই প্রসঙ্গই বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের নাম সামনে নিয়ে আসছে। নিলামে অবিক্রীত থাকার পর তার আইপিএল কপাল খুলতে পারে। এমন গুঞ্জন বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে। যদিও মোস্তাফিজ প্রসঙ্গে গুজরাট সংশ্লিষ্টরা কোনো কিছুই বলেননি।

গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে ২ কোটি ভিত্তিমূল্যে নাম জমা দিয়েছিলেন মোস্তাফিজ। শেষ কয়েকটি মৌসুমে ভালো কিছু করতে না পারায় টাইগার পেসারকে নিয়ে কেউ আগ্রহই দেখায়নি। সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। তিনি দল পাননি টানা চার মৌসুম পর।
আরও পড়ুন: আমি তাকে বাবার মতো মনে করি, ধোনির প্রসঙ্গে পাথিরানা

চেন্নাই সুপার কিংসের আগে ২০২২ ও ২০২৩ সালে; টানা দুই মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ফিজ। গত তিন আসরে তাকে ২ কোটি রুপিতেই দলে ভিড়িয়েছিল চেন্নাই ও দিল্লি। ২০২১ সালে ১ কোটি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যাল। তার আগে ২০১৮ সালে ২ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তিনি।

মোস্তাফিজের আইপিএল অভিষেকটা অবশ্য শুরু হয়েছিল স্বপ্নের মতো। ২০১৬ সালেই সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে জড়িয়ে শিরোপার স্বাদ পেয়েছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে আসরের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন তিনি। পরের মৌসুমেও দলটির হয়ে খেলেছিলেন। তাকে ১ কোটি ৪০ লাখ রুপি খরচে দলে নিয়েছিল তারা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 06, 2025
img
সাভারে বজ্রপাতে নারী পোশাক শ্রমিকের প্রাণহানি Apr 06, 2025
img
ঈদ শেষে চুলা জ্বালানোর সময় সতর্ক থাকতে তিতাসের পরামর্শ Apr 06, 2025
img
'বাচ্চার বয়স ১০ হলে, তোর হবে ৭০ বছর : দেবকে বাবা-মায়ের তীক্ষ্ণ মন্তব্য Apr 06, 2025
img
'শহীদ জিয়াউর রহমানের পর সফল রাষ্ট্রনায়ক পেয়েছি’ Apr 06, 2025
img
ব্যয়বহুল সফরের কারণে ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত Apr 06, 2025
img
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ: আন্দালিব রহমান পার্থ Apr 06, 2025
img
আশুলিয়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ড, যাত্রীদের মধ্যে আতঙ্ক Apr 06, 2025
img
শাহবাগে ফুলের মার্কেটে আগুনে দগ্ধ ৫ জন Apr 06, 2025
img
ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে বার্নাব্যুতে রিয়ালের হতাশাজনক পরাজয় Apr 06, 2025