প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগে প্রযুক্তি প্রধানরা আশা করেছিলেন, প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে আনবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তার নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে অভিষেক অনুষ্ঠানে লাখ লাখ ডলার অনুদান দিয়েছেন টেক বিলিয়নেয়াররা। এবার তাদেরকেই কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়তে হলো বিশ্বজুড়ে ট্রাম্পের আনা শুল্ক আরোপের কারণে।
প্রেসিডেন্টের শুল্ক ঘোষণার পর বৃহস্পতিবার শত শত কোটি ডলার হারিয়েছেন টেক মোগলরা। বিশ্বজুড়ে শুল্ক আরোপের এই ‘লিবারেশন ডে’ কর্মসূচির প্রতিক্রিয়ায় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার বাজার ধসে পড়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
পূর্বাঞ্চলীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মেটার শেয়ারদর কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ, অ্যামাজনের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ, গুগলের শেয়ারদর কমেছে ৩ দশমিক ৯২ শতাংশ, অ্যাপলের শেয়ারদর কমেছে ৯ শতাংশ।
হোয়াইট হাউসের উপদেষ্টা ইলন মাস্কের মার্কিন বিভিন্ন কোম্পানিও এই ব্যথা অনুভব করেছে, যেখানে টেসলার শেয়ারের দাম ৫.৪৭ শতাংশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর শেয়ারের দাম কমেছে ৮.১৪ শতাংশ।
আমেরিকান বাণিজ্য ম্যাগাজিন ফোর্বসের বিশ্লেষণ বলছে, ব্যক্তিগতভাবে একশ ৭৯ কোটি ডলার হারিয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ কমেছে এক হাজার ৬০০ কোটি ডলার এবং মাস্কের সম্পদ কমেছে আটশ ৭০ কোটি ডলার।
ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্স অনুসারে, বাজারের এই পতনের ফলে বিশ্বের সবচেয়ে ধনী পাঁচশ জনের সম্পদের ২০ হাজার আটশ কোটি ডলারের ক্ষতি হয়েছে, যা ইনডেক্সের ১৩ বছরের ইতিহাসে একদিনে চতুর্থ বৃহত্তম পতন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বুধবার বলেছেন, বাজারের পতন বিনিয়োগকারীদের কয়েক মাস ধরে এআই হাইপ ও অতিরিক্ত দামের বিভিন্ন প্রযুক্তি স্টকের সংশোধন করারই লক্ষণ।
শেয়ার বাজার ধসে পড়াকে ‘ম্যাগনিফিসেন্ট সেভেন সমস্যা, বড় কোনো সমস্যা নয়’ বলে বর্ণনা করেছেন স্কট। ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ বলতে অ্যাপল, অ্যামাজন, টেসলা, অ্যালফাবেট, মাইক্রোসফট, মেটা ও চিপ নির্মাতা এনভিডিয়ার মতো কোম্পানির শেয়ারমূল্যকে বোঝায়।
২০২৪ সালের নির্বাচনী মৌসুম জুড়ে কট্টর ডানপন্থী রিপাবলিকানের পক্ষে মার্ন শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে অস্বাভাবিকরকম সমর্থন পেয়েছিলেন ট্রাম্প।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ও রিপাবলিকান সংশ্লিষ্ট প্রচেষ্টায় ২৯ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছিলেন ইলন মাস্ক। মেটা ও অ্যামাজন উভয়ই ট্রাম্পের অভিষেকে ১০ লাখ ডলার দিয়েছে। অ্যাপলের টিম কুকও ব্যক্তিগতভাবে আরও ১০ লাখ ডলারের অনুদান দিয়েছেন ট্রাম্পকে।
অথচ প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগে প্রযুক্তি প্রধানরা আশা করেছিলেন, প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে আনবেন তিনি। পাশাপাশি ক্রমাগত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্ষেত্রকে সমর্থনও করবেন তিনি।
এসএন