শেখ হাসিনাকে ফেরাতে সব প্রক্রিয়াই অনুসরণ করা হবে : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে যতসব প্রক্রিয়া আছে, সবগুলোই অনুসরণ করা হবে।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মামলার আসামি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার বিষয়ে দুদক কোনো উদ্যোগ বা ব্যবস্থা নিয়েছে কিনা— এমন এক প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, প্রসিকিউটর, অ্যারেস্ট ওয়ারেন্ট আমরা ইস্যু করি না, আদালত থেকে ইস্যু হয়। মামলা কোর্টে যাচ্ছে, খুব শিগগিরই আদালত থেকে ওয়ারেন্ট অব অ্যারেস্ট ইস্যু হবে। সেক্ষেত্রে আসামি যদি অনুপস্থিত থাকে, তাকে আনার জন্য আরও প্রক্রিয়া আছে। ইন্টারপোল আছে। অন্যান্য যতসব প্রক্রিয়া আছে, সবগুলোই অনুসরণ করবো। আন্তর্জাতিক প্রসিকিউটিং এজেন্সির সঙ্গেও আমাদের যোগাযোগ আছে, আমরা সেভাবেই এগোবো।

তিনি বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা দুর্নীতিগ্রস্ত একজন সাধারণ জনগণের মধ্যে কোনো তফাৎ নেই। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, যিনি পলায়ন করে অন্যত্র চলে গেছেন, তার জন্যও যে প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্যও একই প্রক্রিয়া। প্রধানমন্ত্রী হোন বা না হোন—এর সঙ্গে আমাদের কার্যক্রমের তেমন কোনো হেরফের নেই।

দুদকের মামলার অনেক আসামি দেশ ত্যাগ করেছেন— এরকম এক প্রশ্নের জবাবে দুদকের প্রধান বলেন, যেসব আসামি চলে গেছেন, দুদকের সীমাবদ্ধতার কথা চিন্তা করুন। দুদক কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়। আমি নিজে এক সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। দুদকের হাতে আসামিকে ধরে রাখার ক্ষমতা নেই। আমরা চেষ্টা করছি, আমাদের কাছে যখনই সংবাদ এসেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য এজেন্সি যেন আসামিকে বা অভিযুক্তকে দেশ থেকে বের হতে না দেন। এরকম বেশ কয়েকজন এখনো আমাদের হিসেবের মধ্যে আছেন।'

দুদক আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'দুদক নিজে পুলিশি প্রতিষ্ঠান না, দুদককে অন্যান্য প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে কাজ করতে হয়। এখন আমরা অনেকেই জানি বড় বড় আসামিদের কে কে দেশে আছে, কে কে দেশে নেই। এটা আমাদের অজ্ঞাত না। যারা দেশে নেই, তাদেরকে একটি আন্তর্জাতিক প্রক্রিয়া অবলম্বন করে ফিরিয়ে আনা—যেটা কঠিন প্রক্রিয়া—সেটা আমাদের স্বীকার করতে হবে। যারা দেশে আছেন, তাদের প্রতি আমরা কতটা সদয় কিংবা কতটা নির্দয়, কতটা অবজেকটিভ—সেটি আপনারা বিবেচনা করবেন। আমরা চেষ্টা করছি, আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব, তাদের ধরার চেষ্টা করছি।'

অপর এক প্রশ্নের জবাবে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, ‘দুদক দুশমন দমন কমিশন নয়। দুদক দুর্নীতি দমন কমিশন। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের কাজ দোষী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগপত্র দিয়ে কোর্টের কাছে তথ্য-উপাত্তসহ তাদের সোপর্দ করা। এরপর কোর্ট বিচার করবেন।’

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে ‘অনিয়মের’ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। এরপর ১২, ১৩ ও ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে ছয়টি আলাদা মামলা করা হয়। ১০ মার্চ এসব মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এখন সাইবার স্পেসেও নারীদের নিরাপত্তাহীনতা বাড়ছে : শারমীন মুরশিদ Nov 25, 2025
img
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ Nov 25, 2025
img
‘খাদান’ বদলে দিয়েছে সুজিত দত্তের জীবন Nov 25, 2025
img
শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫ Nov 25, 2025
img
বিপিএলের জন্য দেশের বাইরে থেকে হোস্ট আনছে বিসিবি Nov 25, 2025
img
মেগাপ্রকল্প নয়, মানুষের কল্যাণে বিনিয়োগে গুরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু Nov 25, 2025
img
১১ মাসে দুদকের ৫১২ মামলা, আসামি ২১৯১ Nov 25, 2025
img
প্রশাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করা জামায়াতের সেই প্রার্থীকে শোকজ Nov 25, 2025
img
পানি সংকটে খাল থেকে জেনারেটর দিয়ে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস Nov 25, 2025
img
ব্যর্থতার ভিতরেই সাফল্যের বীজ: কঙ্গনা রানাউত Nov 25, 2025
img
ধানের শীষ আপামর জনগণের প্রতীক : আনিসুল হক Nov 25, 2025
img
ভুল তথ্য মোকাবিলায় জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব Nov 25, 2025
img
আবেগহীন গান মানুষকে স্পর্শ করে না : অলকা ইয়াগনিক Nov 25, 2025
img
বিচ্ছেদের ঘোষণা দিয়েই স্বামীর বিরুদ্ধে মামলা অভিনেত্রীর Nov 25, 2025
img
হান্নান মাসউদকে নিয়ে এবার নীলা ইসরাফিলের কড়া মন্তব্য Nov 25, 2025
img
কর্মই আসল, নাম-যশ আসে যায় : ক্যাটরিনা Nov 25, 2025
img
ভুল করেও এগিয়ে যাওয়ার পথ দেখালেন অক্ষয় কুমার Nov 25, 2025
img
তুরস্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ মস্কোর Nov 25, 2025
img
ট্রাম্পের মধ্যস্থতায় পুতিন-জেলেনস্কি শান্তি চুক্তিতে সম্মতি Nov 25, 2025
img
বিশ্বের সবচেয়ে বড় ‘অ্যাফ্রো’ চুলের রেকর্ড এখন জেসিকার Nov 25, 2025