৯ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে

দেশজুড়ে চলছে প্রাক-বৈশাখী দাবদাহ। কয়েকদিনের টানা তাপপ্রবাহে জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রবিবার (৬ এপ্রিল) দেশের ৩৭টি জেলা তাপপ্রবাহে পুড়লেও সোমবার (৭ এপ্রিল) তার পরিধি কিছুটা কমেছে। বর্তমানে ৯টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ চলছে। আবহাওয়ার পেছনে রয়েছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ ও আগামীকাল চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সেই সঙ্গে তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা কিছুটা কমবে এবং রাতে বাড়তে পারে। শুক্রবার আবার দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, রাতেরটা কমবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সিলেটে ১৮.৫ ডিগ্রি। এ সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পাবনার ঈশ্বরদীতে, পরিমাণ ছিল ২১ মিলিমিটার।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে ইঙ্গিত মিলেছে, এই বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে দাবদাহ কিছুটা প্রশমিত হলেও গরমের প্রকোপ থেকে একেবারে মুক্তি মিলবে না।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের ওপর চটেছেন ট্রাম্প Apr 18, 2025
img
যুক্তরাষ্ট্রের ১৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’ Apr 18, 2025
img
চবির অপহৃত ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, চলছে উদ্ধার অভিযান Apr 18, 2025
img
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ Apr 18, 2025
img
ইয়েমেনের তেলবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩০ Apr 18, 2025
img
ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ স্থগিত : ভারতের সুপ্রিম কোর্ট Apr 18, 2025
img
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে Apr 18, 2025
img
নববর্ষ উপলক্ষে মায়ানমারে ৪৮৯৩ বন্দিকে মুক্তি Apr 18, 2025
img
সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, তবু ১০ কিলোমিটার চালিয়ে গেলেন চালক Apr 18, 2025
img
এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা Apr 18, 2025