পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া গেছে। এর মধ্যে একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স খোলা হয়। এসময় দানবাক্সের টাকাগুলোর সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায়। তার মধ্যে একটি চিঠিতে নাম-পরিচয়হীন একজন লেখেন, ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’।
এর আগে গত বছরের ১৭ আগস্ট দানবাক্সে দেওয়া টাকার সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায়। এর মধ্যে একটি চিঠিতে নাম-পরিচয়হীন একজন লিখেছিলেন- ‘আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন।’ তখন ওই চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছিল।
আরএম/এসএন