জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক শেষ হয়েছে বিরাট কোহলির। পুমা আগ্রহী হলেও চুক্তি আর বাড়াতে চাননি কোহলি। আপাতত কোহলি একাকী এবং নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান৮’–এর পরিধি বৃদ্ধি করার চেষ্টা করছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৩৬ বছরের কোহলির সঙ্গে আরও আট বছরের চুক্তি করতে চেয়েছিল পুমা। যার মূল্য ছিল ৩৩০ কোটি টাকা। এর আগে ২০১৭ সালে কোহলি যখন পুমার সঙ্গে চুক্তি করেন তখন মূল্য ছিল ১১০ কোটি টাকা। অর্থাৎ তিন গুণ টাকা বাড়ানোর কথা বললেও কোহলি রাজি হননি। প্রসঙ্গত, গত আট বছর পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন বিরাট।
সূত্রের খবর, কোহলি এবার অ্যাজিলিটাসের সঙ্গে যুক্ত হতে চলেছেন। ‘পুমার ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি ২০২৩ সালে এই সংস্থা তৈরি করেন। ভারত ও বিদেশে ক্রীড়া সরঞ্জাম সাপ্লাই করে এই সংস্থা। এই সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে কোহলির ‘ওয়ান৮’ সংস্থাটি।
প্রসঙ্গত, পুমা এক দিন আগেই জানিয়েছে, ‘ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমার সঙ্গে বিরাট কোহলির আট বছরের চুক্তি শেষ হল। পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন তিনি। ভবিষ্যতের জন্য বিরাট কোহলিকে জানাই শুভেচ্ছা। বিরাটের সঙ্গে কয়েকটা বছর দারুণ ছিল। একাধিক প্রচারে বিরাট অংশ নিয়েছে। তবে পুমা কিন্তু ভবিষ্যতের তারকাদের জন্য এভাবেই কাজ করে যাবে। যাতে দেশের খেলার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়।’
এখন আইপিএলে ব্যস্ত বিরাট। তাঁর দল আরসিবি ৫ ম্যাচে ৩ জয় পেয়ে আছে চার নম্বরে।
আরএম/এসএন