আইপিএলের যে রেকর্ড শুধু নারাইনের

প্রথম ম্যাচের হারের পর পিচ নিয়ে অভিযোগ করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের( আইপিএল) অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এক ম্যাচ পরে পিচ বদলাতেই জয়ে ফিরল দলটি। সেই ধারাবাহিকতায় গতকাল শুক্রবারও চেন্নাইকে রীতিমতো বিধ্বস্ত করে জয় তুলে নিয়েছে শাহরুখ খানের দলটি। সেই ম্যাচে বল হাতে রেকর্ড গড়ে নিজেকে অনন্যা উচ্চতায় নিয়ে গেছেন সুনীল নারাইন।

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে গতকাল বল হাতে ৩ উইকেট তুলে নিয়েছেন সুনীল নারাইন। আর সেখানেই করেছেন দুটি রেকর্ড। গতকালকের আগে আইপিএলে ইতিহাসে বল হাতে সবচেয়ে হিসেবী বোলারের তকমাটা ছিল আফগান বোলার রশিদ খানের। আইপিএলে ৪ ওভার বল বল করে সর্বোচ্চ ১২ বার ১৫ রানের কম রান দিয়েছিলেন রশিদ। ২০১৭ সালে আইপিএলে অভিষেক করার পর এই রেকর্ড গড়েন তিনি। আর সেখানে সুনীল নারাইন সর্বোচ্চ ১৩ বার ১৫ রানের কম রান দিয়ে রেকর্ড গড়েছেন।

পাশাপাশি এই ম্যাচ দিয়ে নারাইন পেছনে ফেলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিনকে। আইপিএলে এতোদিন ৪ ওভার বল করে সর্বোচ্চ ১৫ ম্যাচে কোনো বাউন্ডারি হজম করেন নি অশ্বিন। তবে এবার তার রেকর্ডটি নিজের করে নিলেন নারাইন। গতকাল চিপকে স্টেডিয়ামে চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যান নারাইনকে একটি বাউন্ডারিও মারতে না পারায় আইপিএল ১৬ বার বাউন্ডারিশূন্য ৪ ওভারের বোলিং রেকর্ড শুধু তার।

এছাড়া এদিনের চোখ জুড়ানো বোলিং দিয়ে আরো একটি রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। টি–টোয়েন্টিতে এক দলের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটা এখন সামিত প্যাটেলের, যিনি নটিংহামশায়ারের হয়ে নিয়েছেন ২০৮ উইকেট। ১৩ বছর ধরে কলকাতা নাইট রাইডার্সে খেলা নারাইনের উইকেট ২০৩টি। অর্থাৎ চলতি আসরে আর মাত্র ৬টি উইকেট পেলে নেই রেকর্ডও ছুঁয়ে ফেলবেন ৩৬ বছর বয়সী নারাইন।


এমআর/এসএন


Share this news on: