লিভারপুলে নতুন চুক্তিতে পারিশ্রমিক কত বাড়লো সালাহর!

অনেক প্রতীক্ষার পর শুক্রবার অবশেষে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর সঙ্গে নতুন চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল। আরও ২ বছর তিনি থাকছেন অ্যানফিল্ডে। অর্থ্যাৎ, ২০২৭ পর্যন্ত অল রেডদের হয়ে খেলবেন মিশরের এই ফুটবল রাজা।

নতুন চুক্তির পর গুঞ্জন শুরু হয়েছে, মোহাম্মদ সালাহ’র পারিশ্রমিক কত হলো। এই চুক্তিতে তার পারিশ্রমিক বাড়ানো হয়েছে নাকি কমানো হয়েছে?
 
ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে মোহাম্মদ সালাহ নতুন কত করে পারিশ্রমিক পাচ্ছেন। তাদের মতে, নতুন চুক্তিতে সালাহ হয়ে গেলেন প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।

দ্য সান রিপোর্ট করেছে, নতুন চুক্তিতে সালাহর সাপ্তাহিক পারিশ্রমিক বেড়ে গেছে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড (প্রায় ৮০ লক্ষ টাকা)। আগে তিনি লিভারপুল থেকে সপ্তাহে পারিশ্রমিক পেতেন ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। নতুন চুক্তিতে সেটা বেড়ে দাঁড়িয়েছে, সপ্তাহে ৪ লাখ ডলার (প্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)।
 
দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার আরও একজন রয়েছেন। তিনি ম্যানসিটির বেলজিয়ান মিডফল্ডার কেভিন ডি ব্রুইন। তিনিও সপ্তাহে ৪ লাখ পাউন্ড করে পারিশ্রমিক পেয়ে থাকেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হলেন ম্যানসিটির আরলিং হালান্ড। তিনি সপ্তাহে পারিশ্রমিক পেয়ে থাকেন ৫ লাখ ব্রিটিশ পাউন্ড (প্রায় ৭ কোটি ৯৫ লাখ টাকা)।
 
চলতি মৌসুমে ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদারে পরিণত হয়েছেন মোহাম্মদ সালাহ। কারণ এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে পারফরম্যান্সের নিরিখে তার ধারেকাছেও কেউ নেই। এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে তিনি গোল করেছেন ২৭টি। তার চেয়ে ৬ গোল পিছিয়ে রয়েছেন আরলিং হালান্ড। শুধু তাই নয়, অ্যাসিস্টও তার সর্বোচ্চ। এখনও পর্যন্ত ১৭ গোলে অ্যাসিস্ট করেছেন। তার চেয়ে ৭টি অ্যাসিস্ট কম করেছেন বুকায়ো সাকা, আন্তোনি রবিনসন ও মিকেল ডামসগার্ড।


এমআর/এসএন


Share this news on: