পর্যাপ্ত শিক্ষা পাইনি, তাই ইংরেজি বলতে পারি না: রিজওয়ান

পাকিস্তানি ক্রিকেটারদের ইংরেজি জ্ঞান নিয়ে অনেক চর্চা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ মনে করেন, ইংরেজি না জানাটা হাস্যকর। জাতীয় দলের অধিনায়ক হয়েও ইংরেজিতে দুর্বল মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে এজন্য ট্রল হয়। এবার পিএসএলের মাঝে সমালোচকদের একহাত নিলেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটসম্যান।

মুলতান সুলতানসের প্রথম ম্যাচের আগে অধিনায়ক রিজওয়ান সাংবাদিকদের মুখোমুখি হয়ে উর্দুতে কথা বলেন। এসময় ইংরেজি না জানার বিষয়ে তিনি বলেন, ‘(সমালোচনা) আমি পরোয়া করি না। বরং আমি গর্বিত যে, যা বলি সেটা মন থেকে বলি। আমি ইংরেজি জানি না। আমার একমাত্র আফসোস হলো, পর্যাপ্ত শিক্ষা পাইনি। তাই পাকিস্তানের অধিনায়ক হওয়া সত্ত্বেও ইংরেজি বলতে পারি না। এজন্য আমি এক শতাংশও লজ্জিত নই।’
 
রিজওয়ান নিজের পড়াশোনা শেষ করতে না পারলেও দলের তরুণদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও যোগ করেছেন, পাকিস্তানের জন্য ভালো ক্রিকেট খেলা তার কাজ, ভালো ইংরেজি বলা নয়, ‘এই মুহূর্তে পাকিস্তান আমার কাছে ক্রিকেট চায়, ইংরেজি নয়। যখন এটি হবে (পিসিবি ইংরেজি ভাষা শিখতে বলবে) তখন আমি ক্রিকেট ছেড়ে দিয়ে অধ্যাপনা করব। কিন্তু আমার কাছে অত সময় নেই।’


এমআর/এসএন


Share this news on: