রাতুলের চেহারায় মাধবনের ছায়া, কী বলছেন তিনি?

চেহারায় মিল আর মাধবনের সঙ্গে—এ নিয়ে অনেকবারই শুনেছেন সঙ্গীতশিল্পী রাতুল শঙ্কর। তবে এতে মোটেই বিব্রত নন তিনি। বরং বিষয়টিকে সৌভাগ্য হিসেবেই দেখছেন রাতুল।

হাসতে হাসতে বললেন, “বিব্রত হব কেন? এটা তো ভালো লাগার বিষয়! আমি মাধবনের বড় ভক্ত। তাঁর সব অভিনয় আমার প্রিয়। তাঁর মতো দেখতে বললে সেটা তো প্রশংসাই!”
মমতা শঙ্করের বড় ছেলে রাতুল চেহারায়-হাসিতে যেন মাধবনেরই প্রতিচ্ছবি—এ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও চলছে আলোচনা।

কয়েক মাস আগে কলকাতায় এসে শুটিং করে গিয়েছেন আর মাধবন। সেই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। বিষয়টি জানেন রাতুলও। দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বললেন, ‘আমি যদি এমন সুযোগ পেতাম, জমে যেত।’ ছবিতে দুই ভাইয়ের চরিত্র, কেমন হবে? শুনে হাসি যেন থামতেই চায় না রাতুলের। তিনি সিনেমায় ফিরেছেন।
তাঁর সিনেমার পর্দায় অভিষেক হয় প্রয়াত পরিচালক ঋতুপর্ণা ঘোষের ‘উৎসব’ ছবিতে। তারপর ২৫ বছর কেটে যায়। ফের ছবিতে অভিনয় করছেন রাতুল। ১৮ এপ্রিল মুক্তি পাবে ‘চেক ইন চেক আউট’ তাতে অন্যতম প্রধান চরিত্রে তিনি। আর মাধবনের সঙ্গে একই ছবিতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে রাতুলের বক্তব্য, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সেটা যেন হয়।’

গল্পের ছলে রাতুল জানালেন, তাঁর মা মমতা শঙ্করেরও মনে হয় মাধবনের সঙ্গে ছেলের চেহারার মিল আছে। অভিনেতার সঙ্গে কখনও কি দেখা হয়েছে রাতুলের। হয়েছে একবার। রাতুলের শো দেখে তাঁর সঙ্গে দেখাও করতে চেয়েছেন মাধবন। ভেবেই হাত-পা ঠান্ডা হয়ে যায় রাতুলের।

কীভাবে দেখা হয় রাতুল-মাধবনের?
রাতুল বলেছেন, ‘আমি আমার গুরু পণ্ডিত তন্ময় বসুর সঙ্গে বিদেশের মাটিতে পারফর্ম করতে গিয়েছিলাম। বিমানে বিজ়নেস ক্লাসে আমাদের সঙ্গেই যাত্রা করছিলেন আর মাধবন। আমার পাশের সিটে তিনি বসেছিলেন। সেই সময়ে কথা বলার তেমন সুযোগ হয়নি। তার পর সাংঘাতিক স্পেশ্যাল মুহূর্ত তৈরি হয়। ফেরার দিন, বিমানবন্দরের লাউঞ্জে আবারও মাধবনের সঙ্গে আমাদের দেখা। দেখেই উত্তেজিত হয়ে যাই। আমাকে দেখেই তিনি এগিয়ে আসেন। হাত-পা কাঁপতে থাকে আমার। হাত ধরে জানান, আমার বাজনা তাঁর ভালো লেগেছে। বলেন, ‘শো শেষে তোমাকে খুঁজেছিলাম। পারফরম্যান্স এত ভালো লাগে যে তোমার সঙ্গে আলাপ করতে চেয়েছিলাম।’ অনেকেই হয়তো জানেন, সঙ্গীতের ভক্ত মাধবন। এটা শুনে আমি খুবই উত্তেজিত। মনের মধ্যে লাড্ডু ফুটছে। মুহূর্তটি সারাজীবনই স্পেশ্যাল হয়ে থাকবে আমার কাছে।’

Share this news on: