সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে অংশ নেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। সেখানে সাংবাদিকরা তাকে তার সৌন্দর্যের রহস্য সম্পর্কে প্রশ্ন করলে তিনি খোলাখুলিভাবে নিজের মতামত জানান।
প্রিয়াঙ্কা বলেন, “আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।”
মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্রভিত্তিক অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে তিনি মিডিয়ায় যাত্রা শুরু করেন।
এরপর থেকে নিয়মিতভাবে নাটকে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে দেখা গেছে তাকে। সম্প্রতি তিনি বড় পর্দায় অভিনয় করেও আলোচনায় আসেন।
এফপি/এস এন